বগুড়ার দুপচাঁচিয়ায় আফতাব হোসেন (৭০) নামে এক বৃদ্ধ ও তার পুত্রবধূ মোছা. রিভার (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রাম থেকে তাদের হাত বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আফতাব হোসেন লক্ষ্মীমণ্ডপ গ্রামের মৃত পানা উল্লাহা প্রামাণিকের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক। এবং মোছা.

রিভা আফতাব হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী শাহজাহানের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, আফতাব হোসেনের দুই ছেলে এবং দুই মেয়ে। দুই ছেলের মধ্যে বড় ছেলে শাহজাহান বেশ কয়েক বছর আগে সৌদি আরব চলে যান। তার স্ত্রী রিভা এক ছেলে নীরব এবং মেয়ে মালিহাকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় থাকেন।

স্বজনরা বলেন, মঙ্গলবার রাতে আফতব হোসেন বাড়িতে তার ঘরে এবং পুত্রবধূ তার পাঁচ বছর বয়সী মেয়ে মালিহাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে পাশের বাড়ির লোকজনকে খবর দেয়। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে রিভার শ্বশুর আফতাব হোসেনকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুজনকে মৃত দেখার পর তারা পুলিশকে খবর দেন।

নিহতের স্বজনরা আরও জানান, রিভার ঘরের আসবাবপত্রগুলো তছনছ করা হয়েছে। দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। স্বজনদের কেউ কেউ বলছেন, আফতাব হোসেনের সঙ্গে জমি-জমা নিয়ে এলাকাবাসীর বিরোধ চলছিল।
 
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান সমকালকে বলেন, হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা চুরির উদ্দেশ্যে হামলার সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ল শ উদ ধ র আফত ব হ স ন র গল য় ফ

এছাড়াও পড়ুন:

চকরিয়ায় আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব পালকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) তাকে চকরিয়া থানা থেকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয় বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

ওসি বলেন, “রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মালুমঘাট বাজার এলাকা থেকে সাজ্জাদ হোসেন (২৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। তাকে থানার গাড়িতে তোলার সময় তার স্বজনরা অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান।”

এ ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল বলেন, “আমি আমার দায়িত্ব পালন করতে গিয়েই হামলার শিকার হই। পরে আমাকে প্রত্যাহার করা হয়েছে।”

ঢাকা/তারেকুর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • চকরিয়ায় আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার