‘একজন ভালো শিক্ষক শুধু জ্ঞান বিতরণ করেন না, বরং মূল্যবোধ, নৈতিকতা ও স্বপ্ন দেখার অনুপ্রেরণাও দেন। অথচ দেশে বর্তমানে শিক্ষকেরা অবমূল্যায়ন ও অবহেলার শিকার। শিক্ষকদের সম্মান জানানোর এই উদ্যোগ নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি আগ্রহী করবে এবং সমাজে শিক্ষকদের মর্যাদা আরও সুদৃঢ় করবে। কারণ, কেউ স্বীকার করুক বা না করুক, শিক্ষকেরাই হচ্ছেন মানুষ তৈরির প্রকৃত আলোকবর্তিকা। আর প্রথম আলো সব সময় নতুন কিছু শেখায়, শিক্ষকদের সম্মান জানানোর জন্য প্রথম আলোর এমন উদ্যোগ প্রশংসনীয়।’

‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ উপলক্ষে কুমিল্লায় আয়োজিত সুধী সমাবেশে এ কথাগুলো বলেন উপস্থিত বিশিষ্টজনেররা। আজ শুক্রবার সকাল ১০টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে কুমিল্লা অঞ্চলের সুধী সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুমিল্লার শিক্ষক, চিকিৎসক, কবি-সাহিত্যিক, লেখক, সংগঠকসহ নানা শ্রেণি-পেশার সুধীজন আলোচনায় অংশ নেন। ২০১৯ সাল থেকে প্রিয় শিক্ষক সম্মাননা দেওয়া শুরু হয়। এ বছর পঞ্চমবারের মতো এই সম্মাননা দেওয়া হবে আগামী অক্টোবর মাসে।

প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমানের সঞ্চালনায় সুধী সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো.

হায়দার আলী, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার ভূঁঞা, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আতিকুর রহমান, কুমিল্লার বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক তৃপ্তীশ চন্দ্র ঘোষ, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তারিকুল ইসলাম চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. কবির উদ্দিন আহমেদ, সাবেক উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) কাজী আপন তিবরানী, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজ, অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, অধ্যক্ষ মোফাজ্জল হায়দার মজুমদার, বিশিষ্ট নারীনেত্রী দিলনাশি মোহসেন, বাপা কুমিল্লার কুমিল্লার সহসভাপতি আলী আকবর (মাসুম), সাংবাদিক শাহাজাদা এমরান, কৃষি ও পরিবেশ সংগঠক মতিন সৈকত, স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল-সবুজ উন্নয়ন সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম প্রমুখ।

সুধী সমাবেশ বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী। মঞ্চে আছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলাম, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আতিকুর রহমান। আজ সকালে কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল র র রহম ন ল ইসল ম কল জ র সরক র

এছাড়াও পড়ুন:

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করে প্রতিবেদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমা হওয়ার কথা জানান প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। তিনি বলেন, গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর ছাড়াও এই মামলায় ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি (অতিরিক্ত উপকমিশনার) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই (উপপরিদর্শক) তারিকুল ইসলাম ভূঁইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই (সহকারী উপপরিদর্শক) চঞ্চল চন্দ্র সরকারকে আসামি করা হয়েছে। এই মামলায় শুধু চঞ্চল চন্দ্র গ্রেপ্তার আছেন। বাকি চার আসামি পলাতক।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, গণ–অভ্যুত্থানের সময় রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করা, একটি শিশুর মাথায় গুলি লাগা এবং সেই শিশুর দাদি নিহতের ঘটনায় এই প্রতিবেদন দাখিল হয়েছে। এই প্রতিবেদন যাচাই–বাছাই করে দ্রুতই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল