দ্রুত যুদ্ধের অবসান ঘটাতেই গাজা দখল প্রয়োজন: নেতানিয়াহু
Published: 10th, August 2025 GMT
ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার পক্ষে সাফাই গাইলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, দ্রুত যুদ্ধের অবসান ঘটাতেই গাজার দখল প্রয়োজন। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেছেন।
শুক্রবার ইসরায়েল তার সামরিক অভিযান সম্প্রসারণ এবং গাজা শহরের বৃহত্তম নগর কেন্দ্র গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার নতুন পরিকল্পনা অনুমোদন করেছে। এই খবর দেশ-বিদেশে নতুন সমালোচনার জন্ম দিয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় দেশও রয়েছে।
জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বিদেশী সাংবাদিকদের সাথে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, হামাস অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানানোর কারণে ইসরায়েলের কাছে কাজ শেষ করে হামাসকে পরাজিত করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
হামাস জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্রীকরণ করবে না।
গাজা দ্রুত দখল করা হবে উল্লেখ করে নেতানিয়াহু বলেছেন, “আমরা এই পদক্ষেপের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছি তা বেশ দ্রুত। আমরা চাই, প্রথমত, নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা যাতে গাজা শহরের বেসামরিক জনগণ সরে যেতে পারে।”
তিনি বলেন, “আমি সঠিক সময়সূচি সম্পর্কে কথা বলতে চাই না, তবে আমরা মোটামুটি সংক্ষিপ্ত সময়সূচির কথা বলছি, কারণ আমরা যুদ্ধের অবসান ঘটাতে চাই। এভাবেই আমরা যুদ্ধের অবসান ঘটাই।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় নিহত ২৪১ ফিলিস্তিনি
অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইসরায়েল। তবে এরপরেও গাজায় হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ২৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে গত ২৪ ঘন্টায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
দৈনিক প্রতিবেদনে মন্ত্রণালয় জানিয়েছে, তারা ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে, যেগুলোকে গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এখনো অনেক হতাহত ব্যক্তি ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছেন। কারণ অ্যাম্বুলেন্স ও নাগরিক প্রতিরক্ষা দলগুলো এই সময়ে তাদের কাছে পৌঁছাতে পারছে না।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ২৪১ জন নিহত এবং ৬১৯ জন আহত হয়েছে। এই সময়ের মধ্যে ৫২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৭৬ জনে দাঁড়িয়েছে। একই সময় আহত সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৯০ জনে পৌঁছেছে।
ঢাকা/শাহেদ