খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া
Published: 15th, August 2025 GMT
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদলের সভাপতি প্রার্থী আব্দুল কাদির জিলানী হিরার আয়োজনে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নাসিক ৪ নং ওয়ার্ডের আটি হাউজিং এলাকায় একটি মাদ্রাসায় এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
নাসিক ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মৃদুলের সঞ্চালনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, দাম্মাম বিএনপির সভাপতি রিপন মোল্লা, নাসিক ৪ নং ওয়ার্ড বিএনপির সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সেন্টু, সরকারী তোলারাম কলেজের ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহিম চৌধুরি, মহানগর ছাত্রদলের সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক রাসেল আহম্মেদ, সাবেক সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক ইস্রাফিল হোসেন, সদর থানা ছাত্রদল নেতা ফাহিম, ফাহাদ, দিগন্ত, রিয়াজ, নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, নাসিক ১ নং ওয়ার্ড ছাত্রদল নেতা রাকিব, মেহেদী, আজমীর, নাসিক ৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিহাব, রাকিব, রাব্বি, নাসিক ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা আনন্দ ইসলাম রাফি, ইয়াছিন মির্জা, রুবেল, আল আমিন, মতিউর, ফারুক, নাসিক ৫ নং ওয়ার্ড ছাত্রদল নেতা আরিয়ান রাকিব, নাসিক ৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম, জুয়েল, শাহ পরাণ, নাসিক ১০ নং ওয়ার্ড ছাত্রদল নেতা হাবিব, নাহিদ, উৎসব, দিগন্ত প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদল নেতা হিরা বলেন, আমরা এমন একজন নেত্রীর জন্মদিন পালন করছি যিনি ছিলেন আপোষহীন নেত্রী। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা একাধিকবার আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে নানা ভাবে প্রলোভন দেখিয়ে ছিলেন।
জনগণের ভোট হরন করে অবৈধভাবে দিনের ভোট রাতে হয়েছিলো সেই নির্বাচনে অংশ গ্রহন করার জন্য নানা ভাবে চাপে ফেলা হয়েছিলো। দেশের মানুষের কথা চিন্তা করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন।
যার ফলে আমাদের আপোষহীন নেত্রীকে কারাভোগও করতে হয়েছে। তাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় সকলেই দোয়া করবেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ছ ত র দল ছ ত রদল র স ব ক স র ছ ত রদল র ব গম খ ল দ আম দ র
এছাড়াও পড়ুন:
২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ
২০২৬ সালে ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছর ব্যাংকগুলোর জন্য ২৮ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর প্রথম সরকারি ছুটির দিন হবে শবে-বরাত উপলক্ষ্যে। ৪ ফেব্রুয়ারি একদিন ব্যাংক বন্ধ থাকবে। ওই মাসে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে। এরপর শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে। জুমাতুল বিদা ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।
চৈত্র সংক্রান্তি (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দারবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য) ১৩ এপ্রিল ব্যাংক বন্ধ থাকবে। এরপর বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল, মে দিবস ও বৌদ্ধপূর্ণিমা উপলক্ষ্যে ১ মে, ২৬ থেকে ৩১ মে পাঁচদিন ঈদুল আজহা উপলক্ষ্যে ব্যাংক বন্ধ থাকবে।
এদিকে, আশুরা উপলক্ষ্যে ২৬ জুন, ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষ্যে একদিন, জুলাই গণঅভ্যুত্থান ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষ্যে ২০ ও ২১ অক্টোবর, বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর, বড়দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর ও ব্যাংক হলিডে উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলতি বছরের ৯ নভেম্বর প্রজ্ঞাপন অনুযায়ী সব তফসিলি ব্যাংকের জন্য এ ছুটি কার্যকর হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তালিকায় দেখা গেছে, চলতি বছর দেশের তফসিলি ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৭ দিন, আগের বছর ব্যাংকগুলোর জন্য ছুটি ছিল ২৪ দিন।
ঢাকা/নাজমুল//