মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতেছেন তানজিয়া জামান মিথিলা। স্বল্প প্রচারণায় হঠাৎ করেই এই আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। আয়োজকদের দাবি, মিস ইউনিভার্স কর্তৃপক্ষের নির্দেশনায় নতুন মুখ ও ভালো প্রতিযোগীর সন্ধানে এই কাস্টিং কল করা হয়েছে। যেখানে মিথিলাকে নির্বাচিত করা হয়েছে। কিন্তু আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ফ্যাশন অঙ্গনের মানুষেরাও কথা বলছেন। একই আয়োজনে দ্বিতীয়বার মিথিলার চ্যাম্পিয়ন হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রাণহানির তদন্ত চান নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী

নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তরুণদের বিক্ষোভে প্রাণহানির ঘটনার তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন, তাঁর সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ দেয়নি। তিনি এ জন্য বিক্ষোভে ‘অনুপ্রবেশকারীদের’ দায়ী করেছেন।

১৯ সেপ্টেম্বর শুক্রবার ছিল নেপালের সংবিধান দিবস। এ দিন ফেসবুকে নেপালি ভাষায় এক পোস্টে অলি এই দাবি জানান।

জেন-জিদের দুই দিনের বিক্ষোভের মুখে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন ৭৩ বছর বয়সী অলি। এর পর থেকে এটি ছিল অলির পক্ষ থেকে দেওয়া প্রথম কোনো বিবৃতি। ওই বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে ৮ সেপ্টেম্বর দেশজুড়ে ওই বিক্ষোভ শুরু হয়। পরে এর সঙ্গে দুর্নীতি ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের ক্ষোভও যোগ হয়। বিক্ষোভের প্রথম দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নে অন্তত ১৯ জন নিহত হয়েছিলেন। এত দিন অলি সেনাবাহিনীর সুরক্ষায় ছিলেন বলে এএফপিকে জানান অলির দল সিপিএন-ইউএমএলের নেতা অগ্নি খারেল। তিনি জানান, অলি গত বৃহস্পতিবার বাসায় ফিরেছেন।

সম্পর্কিত নিবন্ধ