চেলসিকে হারিয়ে ‘লাইফ লাইন’ পেলেন আমোরিম
Published: 20th, September 2025 GMT
ইউনাইটেড ২: ১ চেলসি
রুবেন আমোরিমের চাকরি থাকবে কি না, এ নিয়ে আলোচনা চলছিল গত কিছুদিন ধরে। সেই আলোচনা একেবারে থেমে যাবে, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আজকের পর আমোরিম অন্তত একটা লাইফ লাইন পেলেন। প্রিমিয়ার লিগে যে আজ চেলসিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের পাঁচ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ মাত্র। এর একটু পরেই ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজের শততম গোলটা করেন ব্রুনো ফার্নান্দেজ। এটি আবার তাঁর ২০০তম প্রিমিয়ার লিগ ম্যাচও। কাসেমিরো ব্যবধান দ্বিগুণ করেন ৩৭ মিনিটে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে তিনিও ছিটকে যান মাঠ থেকে। শেষ দিকে ট্রেভো চালোবাহর গোল চেলসিকে কিছুটা আশা দেখায়। তবে আর কোনো বিপদ হতে দেয়নি ইউনাইটেড। এবারের লিগে পঞ্চম ম্যাচে এটা ইউনাইটেডের মাত্র দ্বিতীয় জয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র ম
এছাড়াও পড়ুন:
প্রাণহানির তদন্ত চান নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী
নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তরুণদের বিক্ষোভে প্রাণহানির ঘটনার তদন্ত দাবি করেছেন। তিনি বলেছেন, তাঁর সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ দেয়নি। তিনি এ জন্য বিক্ষোভে ‘অনুপ্রবেশকারীদের’ দায়ী করেছেন।
১৯ সেপ্টেম্বর শুক্রবার ছিল নেপালের সংবিধান দিবস। এ দিন ফেসবুকে নেপালি ভাষায় এক পোস্টে অলি এই দাবি জানান।
জেন-জিদের দুই দিনের বিক্ষোভের মুখে ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেছিলেন ৭৩ বছর বয়সী অলি। এর পর থেকে এটি ছিল অলির পক্ষ থেকে দেওয়া প্রথম কোনো বিবৃতি। ওই বিক্ষোভ-সহিংসতায় অন্তত ৭৩ জন নিহত হয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রতিবাদে ৮ সেপ্টেম্বর দেশজুড়ে ওই বিক্ষোভ শুরু হয়। পরে এর সঙ্গে দুর্নীতি ও দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের ক্ষোভও যোগ হয়। বিক্ষোভের প্রথম দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নে অন্তত ১৯ জন নিহত হয়েছিলেন। এত দিন অলি সেনাবাহিনীর সুরক্ষায় ছিলেন বলে এএফপিকে জানান অলির দল সিপিএন-ইউএমএলের নেতা অগ্নি খারেল। তিনি জানান, অলি গত বৃহস্পতিবার বাসায় ফিরেছেন।