ছবি: সংগৃহীত

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফুটবলার ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার আর্থিক সহায়তা

সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঋতুপর্ণা চাকমার বোন পাম্পি চাকমার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মো. আতিকুর রহমান, এনডিসি এস এম মান্না প্রমুখ। 

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, ইতোপূর্বে জেলা প্রশাসনসহ পার্বত্য রাঙামাটি জেলার সর্বস্তরের জনসাধারণ থেকে শুরু করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে পাশে দাঁড়িয়েছিল। আজ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে এ অনুদান এলো। এতে প্রতীয়মান হয়, সরকার ও দেশবাসী ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য সর্বদা পাশে আছে। 

জেলা প্রশাসক ঋতুপর্ণার মায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি প্রধান উপদেষ্টার প্রতি রাঙামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকা/শংকর/রফিক

সম্পর্কিত নিবন্ধ