আমিনুল ইসলামের পরিচালনা পর্ষদের এটি ছিল শেষ সভা। এ রকম সভায় বিদায়ী সুরটাই মুখ্য হয়ে ওঠে অনেক সময়। গতকাল রাত ৯টায় শুরু হয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা বর্তমান বোর্ডের শেষ সভায় সেটি যেমন ছিল, হয়েছে কিছু সিদ্ধান্তও। তবে সভাটি শেষ হয়েছে বিসিবির আসন্ন নির্বাচনের খসড়া ভোটার তালিকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই।

নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল সন্ধ্যা ৬টার সময় শেষ হওয়ার কথা বিসিবির কাউন্সিলরদের নাম জমা দেওয়ার সময়। এরপর বোর্ড সভা হয়ে গতকালই সন্ধ্যা ৭টায় খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা। কিন্তু পরিচালনা পর্ষদের সভা শুরুই হয় রাত ৯টায় এবং তখনো কাউন্সিলরদের নাম আসছিল। সময় পেরিয়ে যাওয়ার পর রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর হিসেবে নাম এসেছে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদেরও।

সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান। তিনি জানান, রাত ৯টায় আসা ফারুকের কাউন্সিলর ফরমটি ‘নোট’ দিয়ে তারা গ্রহণ করেছেন। ফারুকসহ যাদের ফরমই দেরিতে এসেছে, সেগুলো ফরম গ্রহণের সময় উল্লেখ করে নির্বাচন কমিশনকে দেওয়া হবে। এসব কাউন্সিলরদের ফরমের ব্যাপারে কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং এরপর তারাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে।

আরও পড়ুনবিসিবির নির্বাচন: যে কারণে পিছিয়ে গেছে খসড়া ভোটার তালিকা প্রকাশ১১ ঘণ্টা আগে

খসড়া ভোটার তালিকা নির্ধারিত সময়ে প্রকাশ না হওয়ায় বিসিবির নির্বাচনের সূচিতে আর কোনো পরিবর্তন আসবে কিনা, সে সিদ্ধান্তও কমিশন নেবে  বলে জানিয়েছেন ইফতেখার রহমান। তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ৬ অক্টোবর। তবে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করার কথা রয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিলর ফরম জমা নেওয়া শেষ করে বোর্ড সভা ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে না পারার কারণ ব্যাখ্যায় মিডিয়া কমিটির প্রধান বলেছেন, যেহেতু এ বিষয়ে কালই আদালতে দুটি রিট হয়েছে, আদালতের চূড়ান্ত পর্যবেক্ষণ না পাওয়া পর্যন্ত তাঁরা বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চাননি। আদালতের নির্দেশনা ভালোভাবে বুঝে তাঁরা সভায় বসেছেন এবং সে জন্যই দেরি। সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবির আইনজীবী মাহিন রহমান জানান, ২৮ সেপ্টেম্বর চেম্বার জজ আদালতে এ মামলার আরেকটি শুনানি হবে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক উন স প রক শ গ রহণ

এছাড়াও পড়ুন:

‘আমি এটা চাই’ বলে কীসের ইঙ্গিত দিলেন মেসি

এত দিন বিভিন্ন সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপে নিজের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি। শতভাগ ফিট থাকার ওপর তাঁর খেলা না খেলা নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি। গত মাসে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারেও মেসি বলেছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে থাকতে চান। একই কথাটাই এবার একটু ভিন্নভাবে বললেন আর্জেন্টাইন কিংবদন্তি।

আর্জেন্টিনা দলের নতুন জার্সি উন্মোচনের বিজ্ঞাপনে (যেখানে অংশ নিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়, সংগীতশিল্পী বিজারর‍্যাপ ও আনহেল দি মারিয়া) ফুটবলারদের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার একটি তাস খেলার দৃশ্য দেখানো হয়েছে। তাসে ‘চার’ উঠতেই মেসি বলে ওঠেন,‘আমি এটা চাই।’

এই সংক্ষিপ্ত বার্তাটিকে মেসির ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে চাওয়ার ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনাকে চতুর্থ বিশ্বকাপ জেতানোর স্বপ্নের প্রতিফলন হতে পারে মেসির এই চাওয়া।

আরও পড়ুনবছরের শেষ সফরে আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে তিন নতুন মুখ০৭ নভেম্বর ২০২৫

৩৮ বছর বয়সী মেসি আর্জেন্টিনার বয়সভিত্তিক ও মূল দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছেন। জাতীয় দলে ২০ বছরের যাত্রায় মেসি এরই মধ্যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন— ২০০৬ জার্মানি, ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার।

এখন মেসির চোখ ক্যারিয়ারের ৬ষ্ঠ বিশ্বকাপে। যেটি আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে। তবে এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে যতবারই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, কখনো স্পষ্ট করে সরাসরি কিছু বলেননি। এবার বিজ্ঞাপন চিত্রে মেসির সাম্প্রতিক এই ইঙ্গিত আর্জেন্টিনার সমর্থকদের মাঝে নতুন করে উত্তেজনা জাগিয়েছে।

মন্তব্য কিংবা বিজ্ঞাপন চিত্রের ইঙ্গিত বাদ দিলেও মেসি বিশ্বকাপ খেলার পথেই এগিয়ে যাচ্ছেন। অ্যাঙ্গোলায় এ বছরের শেষ সফরটিতেও আর্জেন্টিনা দল খেলতে যাবে মেসির নেতৃত্বে। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচ।

আরও পড়ুন২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি২৮ অক্টোবর ২০২৫

এরই মধ্যে ম্যাচ সামনে রেখে দলও ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে পরখ করে নেওয়া হবে তরুণদেরও। এই সফরের জন্য তিনজন নতুন ফুটবলারকে অন্তর্ভূক্ত করেছেন স্কালোনি।

সম্পর্কিত নিবন্ধ