লক্ষ্মীপুরে চরমোনাই পীরের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির দেওয়া বক্তব্যে ক্ষুদ্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে বিবৃতি দিয়েছে দলটির লক্ষ্মীপুর জেলা শাখা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বিবৃতিটি দেন।

আরো পড়ুন:

বিএনপির উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক পরিবেশ অর্জনে সহায়ক

পাবনায় ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি

আরো পড়ুন: জামায়াত জাতীয় বেঈমান, চরমোনাই পীর ভণ্ড: এ্যানি

গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ্যানি বলেন, ‍‍“চরমোনাই পীর জাতীয় বেইমান ও ভণ্ড। গত ১৭ বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তখন ইসলামী আন্দোলনের কাউকে খুঁজে পাইনি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এই ইসলামী আন্দোলন তথা হাতপাখা কাজ করেছে।’’ 

তিনি বলেন, ‍“ইসলামী দলগুলো পিআর পদ্ধতির নামে আন্দোলন করে নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করছে। তাদের বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই। আমাদের  সকলকে ঐক্যবদ্ধ খাকতে হবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার বিবৃতিতে নেতারা বলেন, এ্যানির বক্তব্য মিথ্যাচার ও মানহানিকর। চরমোনাই পীর সম্পর্কে কটূক্তি করে তিনি ইসলামপন্থিদের অনুভূতিতে আঘাত করেছেন। বিএনপির উচিত এ্যানিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করা।

দলটির পক্ষ থেকে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করেনি, বরং ইসলামী রাজনীতিকে বিভ্রান্ত করেছে। এখন আবার ‘ইসলামী জোট’ গঠনের নামে ইসলামী দলগুলোর কাঁধে ভর করে রাজনীতিতে সুবিধা নিতে চায়।

বিবৃতিতে বলা হয়, চাঁদাবাজ, দালাল ও ষড়যন্ত্রকারীদের দলে জায়গা দিতে গিয়ে এখন বিএনপি নিজেরাই জনআস্থা হারাচ্ছে। ইসলাম প্রিয় জনতা এসব মিথ্যাচার আর মেনে নেবে না।

ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ লক ষ ম প র জ ল চরম ন ই প র ব এনপ র ইসল ম

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলেন সাবেক প্রেসিডেন্ট দুতার্তে

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে অভিযুক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অভিযোগে বলা হয়েছে, দুতার্তে ক্ষমতায় থাকার সময় দেশে পরিচালিত তথাকথিত ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধে’ অন্তত ৭৬ জনকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

দুতার্তের বয়স এখন ৮০ বছর। গত মার্চ মাস থেকে তিনি নেদারল্যান্ডসে একটি আটককেন্দ্রে বন্দিজীবন কাটাচ্ছেন। গতকাল সোমবার আইসিসির প্রকাশিত নথিতে দুতার্তের বিরুদ্ধে ওই অভিযোগের বিষয়ে উল্লেখ করা হয়।

আরও পড়ুনআইসিসির পরোয়ানা: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার১১ মার্চ ২০২৫

দুতার্তের নেতৃত্বে ফিলিপাইনে মাদকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হয়েছিল। এতে সন্দেহভাজন হাজারো মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী নিহত হয়েছিলেন।

গত জুলাইয়ের শুরুর দিকে আইসিসির ডেপুটি প্রসিকিউটর মামে মান্দিয়ে নিয়াংয়ের সই করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে কয়েক ডজন মানুষের প্রাণহানির পেছনে দুতার্তের ব্যক্তিগত অপরাধমূলক দায় রয়েছে।

দুতার্তেকে গত ১১ মার্চ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে নেদারল্যান্ডসে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি আইসিসির তত্ত্বাবধানে বন্দী আছেন। দুতার্তে বরাবর তাঁর গ্রেপ্তারকে ‘অবৈধ’ বলছেন।

প্রথম অভিযোগটি দুতার্তে যখন দাভাও শহরের মেয়র ছিলেন, তখনকার। বলা হয়েছে, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ১৯ জনকে হত্যায় ‘পরোক্ষ সহ–অপরাধী’ (প্রত্যক্ষভাবে অপরাধে যুক্ত না হলেও অন্যকে প্রভাবিত বা সহায়তা করে অপরাধে জড়িত হওয়া ব্যক্তি) ছিলেন তিনি।

আইসিসির দ্বিতীয় ও তৃতীয় অভিযোগ দুটি দুতার্তের প্রেসিডেন্ট থাকার সময়ের। এগুলোর প্রথমটি ২০১৬ ও ২০১৭ সালে গুরুত্বপূর্ণ ১৪ জনকে হত্যার সঙ্গে সম্পর্কিত। শেষেরটি ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নিম্ন স্তরের অভিযুক্ত ব্যক্তিদের (সাধারণ অপরাধী বা দায়ী ব্যক্তি) বিরুদ্ধে ‘ক্লিয়ারেন্স’ অভিযান চলাকালে ৪৩টি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট।

আরও পড়ুনফিলিপাইনে মাদকবিরোধী যুদ্ধের সব দায় নিলেন দুতার্তে১৩ মার্চ ২০২৫

এ ছাড়া নথিতে উল্লেখ আছে, মোট ৭৬টি হত্যাকাণ্ড পুলিশ ও কিছু অ-রাষ্ট্রীয় হত্যাকারী গ্রুপ বা গোষ্ঠীর হাতে সংঘটিত হয়েছে।

দুতার্তেকে গত ১১ মার্চ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে নেদারল্যান্ডসে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি আইসিসির তত্ত্বাবধানে বন্দী আছেন। দুতার্তে বরাবর তাঁর গ্রেপ্তারকে ‘অবৈধ’ বলছেন।

আরও পড়ুনএখন দুতার্তেকে কী করা হবে১১ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলেন সাবেক প্রেসিডেন্ট দুতার্তে
  • বিএনপি নেতা এ্যানির বক্তব্যে ক্ষুব্ধ ইসলামী আন্দোলন, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি