Risingbd:
2025-09-23@07:08:43 GMT

চাঁদে কী ভূমিকম্প হয়?

Published: 23rd, September 2025 GMT

চাঁদে কী ভূমিকম্প হয়?

সারা বিশ্বের কোটি কোটি মানুষ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাস করেন। ভবন ভেঙে ফেলা থেকে শুরু করে পৃথিবীর পৃষ্ঠকে ভেঙে ফেলার মতো প্রাকৃতিক কারণ হতে পারে ভূমিকম্প। প্রাকৃতিক দুর্যোগ এবং ভয়ঙ্কর অপ্রত্যাশিত ঘটনাগুলোর মধ্যে ভূমিকম্প উল্লেখযোগ্য একটি ঘটনা।

আপনি জেনে অবাক হবেন যে,  আমাদের গ্রহ থেকে প্রায় ২৪০,০০০ মাইল দূরে থাকা চাঁদও একই ধরনের সমস্যার সাথে লড়াই করে, তবে স্পষ্টতই, এগুলিকে চাঁদের ভূমিকম্প বলা হয়। যেহেতু চাঁদে কেউ বাস করে, তাই চাঁদের মিকম্পগুলোও খুব বেশি মনোযোগ আকর্ষণ করে না। তবে চাঁদেও অবিশ্বাস্যভাবে শক্তিশালী ভূমিকম্প হয় যা কখনও কখনও পৃথিবীতে হওয়া ভূমিকম্পের চেয়ে ২০ গুণ বেশি সময় স্থায়ী হতে পারে!

আরো পড়ুন:

সিলেটে আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ছাতক

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তি স্থলে মাত্রা ছিল ৫ দশমিক ৯

চীনের একদল বিজ্ঞানী জানিয়েছেন, ‘‘২০০৯ সাল থেকে চাঁদে ৪১টি নতুন ভূমিধস শনাক্ত করা হয়েছে। আর ভূমিকম্প হওয়ার কারণেই এসব ভূমিধসের ঘটনা ঘটেছে।’’

২০৩৫ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে একটি গবেষণাকেন্দ্র স্থাপনের জন্য কাজ করছে চীন। চীনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়, ফুঝো বিশ্ববিদ্যালয় ও সাংহাই নরমাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এরই মধ্যে চাঁদের সবচেয়ে কম স্থিতিশীল অঞ্চলের ৭৪টি এলাকার তথ্য সংগ্রহ করেছেন তারা। এসব তথ্য ভবিষ্যতে চাঁদে গবেষণাকেন্দ্র স্থাপনের উপযুক্ত স্থান নির্বাচনে সাহায্য করবে বলেও আশা করা হচ্ছে।

এর আগে অ্যাপোলো মিশনের সময়ে চাঁদে ভূমিকম্প শনাক্ত হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, ‘‘চাঁদে ভূমিকম্প কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে। এর ফলে চাঁদে যেকোনো কাঠামোর ক্ষতি বা আছড়ে পড়ার ঝুঁকি অনেক বেশি থাকে।’’

উল্লেখ্য, ২০২৪ সালে নাসার গবেষণায় দেখা গেছে, চাঁদ বেশ নীরবে একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কোটি কোটি বছর ধরে চাঁদের আকারের কিছুটা সংকোচন হয়েছে। 

সূত্র: সায়েন্স এবিসি এবং এনডিটিভি

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প ভ ম কম প

এছাড়াও পড়ুন:

আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাংলাদেশের মধ্যেই

সাত দিনের মাথায় দেশে আবার ভূমিকম্প অনুভূত হলো আজ রোববার বেলা সাড়ে ১২টার পর। আজ ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট অঞ্চলে। সিলেটের ছাতকেই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল অবশ্য ছিল ভারতের আসাম রাজ্যে। এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর আজ প্রথম আলোকে বলেন, আজ ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে। এটি স্বল্প মাত্রার ভূমিকম্প। কিন্তু আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের ছাতক।

আজ বেলা ১২ টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর–পূর্বে বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি। এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প।

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার প্রথম আলোকে, আজ যেখানে ভূমিকম্প উৎপত্তি হয়েছে সেটি ডাউকি ফল্ট (ডাউকি চ্যুতি) অঞ্চলে হয়েছে। বাংলাদেশের ভূমিকম্পের দুটি উৎস আছে। একটি উত্তরের দিকে আছে, আরেকটা হচ্ছে পূর্ব দিকে। উত্তরের দিকটা হলো ডাউকি ফল্ট (ডাউকি চ্যুতি)। এটা বাংলাদেশের জন্য খুব ঝুঁকিপূর্ণ এলাকা। তাই আজ স্বল্প মাত্রার ভূমিকম্প হলেও এটা একটা সতর্ক সংকেত দিচ্ছে।

অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, আজ যেখানে ভূমিকম্প উৎপত্তি হয়েছে এখানে ২০২৪ এর ফেব্রুয়ারি মাসে দুই থেকে তিনটি ৪ বা এর চেয়ে কিছু বেশি মাত্রার ভূমিকম্প হয়। এই এলাকাটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।

এই ডাউকি ফল্টে ১৭৯৭ সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্রের গতি পথ পরিবর্তন হয়ে যায়। আবার এর ১০০ বছর পর ১৮৯৭ সালে ‘গ্রেট ইন্ডিয়া আর্থকোয়েক’ নামে পরিচিতি ভূমিকম্পও এখানে হয়। এর ফলে শুধু আসাম ও মেঘালয় নয়, ঢাকা শহরও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আখতার। তিনি বলেন রিখটার স্কেলে তখন ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ২। ভূমিকম্প ঢাকায় পাঁচজন নিহত হয়। সে সময় ঢাকায় থাকা ইংরেজ কর্মকর্তারা এখনকার রমনায় তাঁবু করে থাকতেন ভূমিকম্পের পরের কয়েক মাস। কেউ কেউ বুড়িগঙ্গায় বজরায় থাকতেন বলেও ঐতিহাসিক তথ্য ঘেঁটে দেখা যায়।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় রাতভর বৃষ্টি, সকালেই সাঁঝের আবহ
  • আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল ছাতক
  • আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাংলাদেশের মধ্যে
  • আবার ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাংলাদেশের মধ্যেই