ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সংলগ্ন এলাকা ও সম্রাট বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ অভিযানে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
আরো পড়ুন:
২ দফা দাবিতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কক্ষে তালা
রাকসু নির্বাচন পেছানোয় ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
এ অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এবং জবি প্রশাসন সার্বিক সহযোগিতা করে।
দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় গড়ে ওঠা এসব অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। একই সঙ্গে একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা হুমকির মুখে পড়েছিল।
সরেজমিনে দেখা যায়, বুলডোজারের সহায়তায় সম্রাট বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা ও বিশ্ববিদ্যালয়ের ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যৌথ সভার সিদ্ধান্ত এবং প্রশাসনের আনুষ্ঠানিক চিঠির ভিত্তিতেই এ পদক্ষেপ নেয় ডিএসসিসি।
অভিযান চলাকালে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.
তবে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন কয়েকটি দোকান উচ্ছেদ হওয়ায় কিছু শিক্ষার্থীর মধ্যে অসন্তোষ দেখা দেয়।
তারা অভিযোগ করেন, হঠাৎ দোকান ভেঙে ফেলার কারণে তারা বিপাকে পড়েছেন। এ সময় কিছু শিক্ষার্থী বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি সামাল দেন প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “আমরা আশপাশের অবৈধ দোকান সরানোর পদক্ষেপ নিয়েছি। শিক্ষার্থীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে, যা অবশ্যই অপরাধ।”
ঢাকা/লিমন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড এসস স অব ধ দ ক ন
এছাড়াও পড়ুন:
‘আমি এটা চাই’ বলে কীসের ইঙ্গিত দিলেন মেসি
এত দিন বিভিন্ন সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপে নিজের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি। শতভাগ ফিট থাকার ওপর তাঁর খেলা না খেলা নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি। গত মাসে এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারেও মেসি বলেছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে থাকতে চান। একই কথাটাই এবার একটু ভিন্নভাবে বললেন আর্জেন্টাইন কিংবদন্তি।
আর্জেন্টিনা দলের নতুন জার্সি উন্মোচনের বিজ্ঞাপনে (যেখানে অংশ নিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়, সংগীতশিল্পী বিজারর্যাপ ও আনহেল দি মারিয়া) ফুটবলারদের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার একটি তাস খেলার দৃশ্য দেখানো হয়েছে। তাসে ‘চার’ উঠতেই মেসি বলে ওঠেন,‘আমি এটা চাই।’
এই সংক্ষিপ্ত বার্তাটিকে মেসির ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে চাওয়ার ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আর্জেন্টিনাকে চতুর্থ বিশ্বকাপ জেতানোর স্বপ্নের প্রতিফলন হতে পারে মেসির এই চাওয়া।
আরও পড়ুনবছরের শেষ সফরে আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে তিন নতুন মুখ০৭ নভেম্বর ২০২৫৩৮ বছর বয়সী মেসি আর্জেন্টিনার বয়সভিত্তিক ও মূল দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণপদকও জিতেছেন। জাতীয় দলে ২০ বছরের যাত্রায় মেসি এরই মধ্যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন— ২০০৬ জার্মানি, ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার।
এখন মেসির চোখ ক্যারিয়ারের ৬ষ্ঠ বিশ্বকাপে। যেটি আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে। তবে এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে যতবারই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, কখনো স্পষ্ট করে সরাসরি কিছু বলেননি। এবার বিজ্ঞাপন চিত্রে মেসির সাম্প্রতিক এই ইঙ্গিত আর্জেন্টিনার সমর্থকদের মাঝে নতুন করে উত্তেজনা জাগিয়েছে।
মন্তব্য কিংবা বিজ্ঞাপন চিত্রের ইঙ্গিত বাদ দিলেও মেসি বিশ্বকাপ খেলার পথেই এগিয়ে যাচ্ছেন। অ্যাঙ্গোলায় এ বছরের শেষ সফরটিতেও আর্জেন্টিনা দল খেলতে যাবে মেসির নেতৃত্বে। আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচ।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি২৮ অক্টোবর ২০২৫এরই মধ্যে ম্যাচ সামনে রেখে দলও ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে পরখ করে নেওয়া হবে তরুণদেরও। এই সফরের জন্য তিনজন নতুন ফুটবলারকে অন্তর্ভূক্ত করেছেন স্কালোনি।