দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার
Published: 25th, September 2025 GMT
দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। ভিসাবিহীন অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যে কোন অনাকাঙ্খিত ঘটনা রোধে সীমান্ত এলাকায় টহল বৃদ্ধি করেছে তারা। যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা দিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক মনিটরিং সেল গঠন করা হয়েছে।
বিজিবি জানায়, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকার ৪৭টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বস্তির সঙ্গে যাতে সেখানকার বাসিন্দারা পূজা উদযাপন করতে পারেন সে কারণে দিনরাত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব এলাকায় মোবাইল পেট্রোল কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
আরো পড়ুন:
সীমান্তে আটক ১০ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
নারী-শিশুসহ ১৯ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
দুর্গপূজা উপলক্ষে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত বিষয়াদি অবগত করা হচ্ছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প ও একটি বেইজ ক্যাম্পের মাধ্যমে সীমান্তবর্তী ৪৭টি পূজা মণ্ডপে (পদ্মশাখরা এলাকায় ২টি, ভোমরা এলাকায় ১টি, গাজীপুর এলাকায় ৬টি, ঘোনা এলাকায় ৩টি, বাঁকাল এলাকায় ৪টি, বৈকারী এলাকায় ১টি, কুশখালী এলাকায় ৩টি, তলুইগাছা এলাকায় ২টি, কাকডাঙ্গা এলাকায় ৪টি, ঝাউডাঙ্গা এলাকায় ১৫টি, মাদরা এলাকায় ১টি হিজলদী এলাকায় ২টি ও চান্দুরিয়া এলাকায় ১টি) শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.
তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের যেকোনো তৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। প্রতিটি মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। যে কোন প্রয়োজনে তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা দিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক মনিটরিং সেল গঠন করা হয়েছে।
ঢাকা/শাহীন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ, চাকরিজীবীরা ছুটি পাবেন ২৮ দিন
২০২৬ সালে মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। আজ রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তালিকা চূড়ান্ত করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে। ব্যাংক ছুটির এ তালিকা মোতাবেক, ২০২৬ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি দিন শুক্রবার। এ ছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই (বুধবার) এবং ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ব্যাংকে লেনদেন হবে না।
২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ.pdfডাউনলোডআরও পড়ুন২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন করে১০ নভেম্বর ২০২৫নতুন বছরের ছুটির তালিকায়৪ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবে কদর, ১৯-২৩ মার্চ ঈদুল ফিতর ও জুমাতুল বিদা, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাগুলোর জন্য প্রযোজ্য), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস ও বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৬-৩১ মে ঈদুল আজহা, ২৬ জুন পবিত্র আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশুখ্রীষ্টের জন্মদিন (বড়দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।
এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না। তবে ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন করা হতে পারে বলেও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে যা জানা জরুরি১১ ঘণ্টা আগে