বিএনপি সবসময় সামাজিক কর্মসূচি পালন করে থাকে : মামুন মাহমুদ
Published: 27th, September 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদঅধ্যাপক মামুন মাহমুদ বলেন, সামনে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। দূর্গা পূজা উপলক্ষে সমগ্র বাংলাদেশে আমাদের দলের চেয়ারম্যান এর পক্ষ থেকে আর্থিক উপহার বিতরণ করা হচ্ছে।
বিএনপি সবসময় সামাজিক কর্মসূচি পালন করে থাকে যেমন যেখানে রাস্তা নেই আমরা সেখানে রাস্তা করে দিচ্ছি, যেখানে পূজায় যাওয়ার জন্য লাইট নাই, সেখানে আমরা লাইট লাগিয়ে দিচ্ছি। বিভিন্ন পূজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিচ্ছি।
বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল আছে কি যারা এই ধরনের সামাজিক কর্মসূচি পালন করছে? আমার জানামতে পৃথিবীতে আর কোনো দল খুঁজে পাওয়া যাবেনা যারা বিএনপির মতো এভাবে সামাজিক কার্যক্রম করে থাকে।
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যােগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (২৭শে সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় মামুন মাহমুদ আরও বলেন, গত ১৭ বছর আমরা যে নিপিড়ন নির্যাতন সহ্য করেছি, তারপরও আমরা সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের মাঝে ফিরে এসেছি। আমরা সবসময় সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
মানুষের ভোটের অধিকারের জন্যই তো আমরা লড়াই সংগ্রাম করেছি, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের হাজার হাজার ছাত্র-যুবক প্রাণ দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে। আমরা এখনো জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য রাজপথে মিটিং মিছিল করছি।
বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের একমাত্র শক্তি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ২৪এর চেতনায় বিশ্বাসী একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
নারায়ণগঞ্জ ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টারের সার্বিক সহোযোগিতায় দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ব এনপ র অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আজমেরী ওসমানের দুই সহোযোগীসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফতুল্লার রামারবাগ এলাকার আওয়মীলীগ নেতা মৃত লেহাজ আলীর পুত্র তাহের আলী (৬১), আজমেরী ওসমানের সহোযোগী এনায়েতনগর শাসনগাও এলাকার হাজী আলমাস আলী সর্দারের পুত্র মোঃ সাগর সর্দার (২৬) ও একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মোঃ সেতু (৪৫)।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে।
এছাড়া তারা ফতুল্লায় আতঙ্ক সৃষ্টি করতে নাশকতার পরিকল্পনা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠনো হয়েছে।