গণতন্ত্র মঞ্চ ৪ অক্টোবরের মধ্যেই প্রাথমিক প্রার্থী বাছাই শেষ করবে
Published: 27th, September 2025 GMT
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী ৪ অক্টোবরের মধ্যে নিজেদের প্রার্থী তালিকা তৈরি করে প্রাথমিক বাছাইপর্ব সম্পন্ন করবে গণতন্ত্র মঞ্চের ছয়টি দল। আজ শনিবার জোটের শরিক নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের জরুরি সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের মঞ্চের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সভা থেকে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই অস্থিতিশীল না হয়ে ওঠে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে সংস্কার বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে রাজনৈতিক দলসমূহের ভেতরে অধিকতর ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করেন নেতারা।
আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রথম পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে বাম দল ও অন্যান্য ক্রিয়াশীল দলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সভায় নেতারা বলেন, যখন আলাপ–আলোচনার পথ খোলা আছে এবং নানান ধরনের রাজনৈতিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও অনেকগুলো বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে, তখন আরও কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। কোনো সংঘাতের ভেতর দেশকে ঠেলে না দিয়ে বরং আলাপ–আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সর্বজনগ্রাহ্য পথ তৈরি করা সম্ভব।
একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা উল্লেখ করে নেতারা আরও বলেন, এটি বাস্তবায়ন করাই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ তার প্রচেষ্টা আরও জোরদার করবে।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ত ক
এছাড়াও পড়ুন:
১৭ বছর এক অসুর জনগণের ভোটাধিকার হরণ করেছিল: নিপুন রায়
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী বলেছেন, “১৭ বছর শেখ হাসিনা নামক এক অসুর জনগণের ভোটাধিকার হরণ করেছিল। রাষ্ট্রকে দখল করে এক নায়কতন্ত্র কায়েম করেছিল। খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলে রেখে নির্যাতন, নিপীড়ন চালিয়েছে।”
বুধবার (১ অক্টোবর ) রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
জিয়া উদ্যানের লেকে মাছের পোনা ছাড়ল ‘আমরা বিএনপি পরিবার’
গণঅভ্যুত্থানে হত্যায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে বিক্ষোভ
নিপুন রায় বলেন, “গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণ এখনও তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।”
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, তেগুড়িয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম জমিদার, জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, বিএনপি নেতা ঈশা খা, ছাত্রদল নেতা পাভেল মোল্লা।
ঢাকা/শিপন/মাসুদ