অন্তরঙ্গ দৃশ্যের সেই দক্ষিণি সিনেমা বিতর্কের ঝড় তুলেছিল
Published: 28th, October 2025 GMT
২০২০ সালে মুক্তি পাওয়া ‘ডার্টি হরি’ এমন একটি তেলেগু সিনেমা, যা মুক্তির সময় থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল। এটি পরিচালনা করেছেন এম এস রাজু, যিনি আগে পারিবারিক ও রোমান্টিক ব্লকবাস্টার নির্মাণের জন্য পরিচিত ছিলেন। কিন্তু ‘ডার্টি হরি’র মতো সাহসী সিনেমা বানিয়ে দর্শক ও সমালোচকদের অনেকটা চমকে দিয়েছিল তিনি।
‘ডার্টি হরি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন গান, নতুন ভিডিও, নতুন ফারিয়া
বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রাটা সবার চোখে পড়ে। একটা পর্যায়ে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া।
অভিনয় আর সংগীত—দুই অঙ্গনেই নিজেকে আলোচনায় রাখেন তিনি। কিছুদিনের বিরতির পর নতুন গান নিয়ে আবারও ফিরছেন এই তারকা। ইতিমধ্যেই তিনি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ শেষ করেছেন। বলছেন, এবার শ্রোতাদের উপহার দিতে চান ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও।
নুসরাত ফারিয়া