Prothomalo:
2025-10-28@18:57:07 GMT

অবশেষে অর্ণবের নতুন অ্যালবাম

Published: 28th, October 2025 GMT

গানের সঙ্গেই ছিলেন অর্ণব। কোক স্টুডিও বাংলায় নিয়মিত পাওয়া গেছে তাঁর কাজ। তবে একক গানে গরহাজির ছিলেন। অ্যালবাম কবে আসবে? ঘুরেফিরে এই প্রশ্নই তুলতেন অনুরাগীরা। অর্ণব বরাবরই বলতেন, একটা কিছু করছেন। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা; অপেক্ষার পালা ফুরাল।

এক দশক পর পূর্ণাঙ্গ কোনো মৌলিক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেন অর্ণব। ৩০ অক্টোবর ভাল্লাগেনা শিরোনামে অ্যালবামটি প্রকাশ করবে অর্ণবের নিজস্ব রেকর্ড লেবেল ‘আধখানা মিউজিক’। এদিন বিকেলে বনানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হবে। এই আয়োজনে অ্যালবামটির প্রথম গান প্রকাশিত হবে।

এক দশক পর পূর্ণাঙ্গ কোনো মৌলিক অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেন অর্ণব.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক শ

এছাড়াও পড়ুন:

নতুন গান, নতুন ভিডিও, নতুন ফারিয়া

বিনোদন অঙ্গনে নুসরাত ফারিয়ার শুরুটা হয় বেলাল খানের গাওয়া একটি গানের মডেল হিসেবে। এরপর অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আসেন আলোচনায়। একটা সময় টেলিভিশন নাটক হয়ে সিনেমায় অভিনয় শুরু করেন। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তাঁর যাত্রাটা সবার চোখে পড়ে। একটা পর্যায়ে এসে সিনেমার অভিনয়কে পুঁজি করে গান প্রকাশেও মনোযোগী হন ফারিয়া।

অভিনয় আর সংগীত—দুই অঙ্গনেই নিজেকে আলোচনায় রাখেন তিনি। কিছুদিনের বিরতির পর নতুন গান নিয়ে আবারও ফিরছেন এই তারকা। ইতিমধ্যেই তিনি ফুয়াদ আল মুক্তাদির, সঞ্জয়সহ কয়েকজন সংগীত পরিচালকের সঙ্গে কাজ শেষ করেছেন। বলছেন, এবার শ্রোতাদের উপহার দিতে চান ভিন্নধর্মী ও উন্নতমানের গানের ভিডিও।

নুসরাত ফারিয়া

সম্পর্কিত নিবন্ধ