‘স্থানীয়’ প্রার্থীর দাবিতে বিএনপির দুই নেতার সমর্থকদের বিক্ষোভ, আরিফুল হকও মাঠে আছেন
Published: 11th, November 2025 GMT
সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনে জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে এবার মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশ।
গতকাল সোমবার সন্ধ্যা পৌনে সাতটায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি হয়। এ সময় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি উমর আলী, ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল আহমদ, শ্রমিক দলের নেতা শাহীনূর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ নভেম্বর বিএনপি আগামী সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করে। এতে সিলেট-১, সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে তখন সিলেট-৪ ও সিলেট-৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
স্থানীয় বিএনপির একটি সূত্র জানায়, সিলেট-১ আসনে মনোনয়নবঞ্চিত হয়ে আশাহত হন দলের চেয়ারপাসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের দুবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। এ অবস্থায় তাঁকে দলের উচ্চপর্যায় থেকে ঢাকায় জরুরি তলব করা হয়। পরে গত বুধবার দলের চেয়ারপারসনের সঙ্গে আরিফুলের এক বৈঠক হয়। বৈঠক শেষে আরিফুল জানান, দলের চেয়ারপারসন তাঁকে সিলেট-৪ আসনে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছেন। শিগগির এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি বিএনপির পক্ষ থেকে জানানো হবে।
পরে গত শুক্রবার থেকে আরিফুল হক সিলেট-৪ আসনে এসে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন। এ বিষয়ে বিএনপির একাংশের মধ্যে ‘অসন্তোষ’ ছড়ায়। এ অবস্থায় পরদিন শনিবার থেকে বিএনপির একটা অংশ জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশালমিছিলসহ নানা বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করে।
গতকাল সন্ধ্যায় হেলাল উদ্দিন আহমদের সমর্থনে বের করা মিছিল থেকে অংশগ্রহণকারীরা সিলেট-৪ আসনে হেলাল উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন। এ সময় তাঁরা ‘মানি না মানব না, হেলাল ছাড়া বুঝি না’, ‘ধানের শীষে লোকাল চাই, লোকাল মোদের হেলাল ভাই’, ‘লোকাল না বাহিরা, লোকাল লোকাল’-সহ নানা ধরনের স্লোগান দেন।
যোগাযোগ করলে হেলাল উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে আমাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির নেতা, কর্মী ও সমর্থকেরা মিছিল–সমাবেশ করছেন, এমনটা শুনেছি। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যা বলবে, তা–ই আমরা মেনে নেব। দল যেন তৃণমূলের নেতা-কর্মীদের মনোভাবের পরিপ্রেক্ষিতে প্রার্থী নির্বাচন করেন, এ অনুরোধ রইল।’
সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির উপদেষ্টা আবদুল হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় গোয়াইনঘাট উপজেলার ফতেপুর বাজারে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ ল ল উদ দ ন স ল ট ৪ আসন গ য় ইনঘ ট র উপদ ষ ট ব এনপ র আর ফ ল উপজ ল
এছাড়াও পড়ুন:
সুস্থ থাকার মন্ত্রে নানা আয়োজনের ফ্লো ফেস্ট
শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার মন্ত্রে আয়োজিত হলো তিন দিনব্যাপী ফ্লো ফেস্ট। এতে ছিল ইয়োগা, নাচ, ধ্যান, গল্প, থিয়েটার, আর্ট, ফিটনেস সেশন ও বই প্রকাশসহ একশর বেশি কার্যক্রম। ফেস্ট ছিল সবার জন্য উন্মুক্ত।
‘বি ইন ইয়োর ফ্লো’ স্লোগান সামনে রেখে রাজধানীর গুলশান–২ এর বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে গত বৃহস্পতিবার শুরু হয় এই ফেস্ট। আজ শনিবার ছিল উৎসবের তৃতীয় ও শেষ দিন। সন্ধ্যা পর্যন্ত চলে এ আয়োজন।
মেলায় ছিল পাঁচটি গ্রাউন্ড—ইয়োগা সালা, মেডিটেশন গার্ডেন, আর্ট সোল জোন, প্লে-গ্রাউন্ড এবং অ্যাম্ফিথিয়েটার। পাঁচটি গ্রাউন্ডই দিনভর ছিল নানা আয়োজনে ব্যস্ত।
ইয়োগা ও ওয়েলনেস উৎসব হিসেবে ইতিমধ্যে আয়োজনটি দেশে জায়গা করে নিয়েছে। ২০২২ সাল থেকে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে এ আয়োজন করা হচ্ছে। প্রতিবছরই এর পরিসর বাড়ছে বলে জানিয়েছেন আয়োজকেরা। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে গতকাল অংশ নেন বিপুল দর্শনার্থী।
ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাজিয়া ওমর বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করা এবং সুস্থতার চর্চাকে দৈনন্দিন জীবনের অংশ করে তোলার জন্য আমাদের এ আয়োজন। আমরা চাই, প্রতিটি মানুষ সুস্থ থাকুক; ওষুধ ছাড়া সুস্থভাবে বাঁচুক।’
শাজিয়া ওমর বলেন, ‘স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিবছর একটি ফ্লো ফেস্টের আয়োজন করি। এখানে বিভিন্ন ধরনের ইয়োগা ও মেডিটেশনের প্রশিক্ষকদের আনা হয়। সুস্থতার জন্য প্রয়োজন আমাদের মুভমেন্ট, মেডিটেশন, ক্রিয়েটিভিটি আর কানেকশন।’
মেলায় অ্যাডভেঞ্চারে মেতেছে এক শিশু। রাজধানীর গুলশান-২; ৮ নভেম্বর ২০২৫