গায়িকা আইমার বিচ্ছেদের গুঞ্জন
Published: 11th, November 2025 GMT
মাস তিনেক আগে ফ্যাশন ডিজাইনার জেইন আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় পাকিস্তানি গায়িকা আইমা বেগ। এর মধ্যেই দুজনের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুজনের দাম্পত্য জীবনে নাকি টানাপোড়েন চলছে।
গুঞ্জনের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট (নিষ্ক্রিয়) করেছেন আইমা বেগ। আর নিজের অ্যাকাউন্ট থেকে বিয়ের ছবি মুছে ফেলেছেন জেইন আহমেদ। তখন থেকেই গুঞ্জনটা চাউর হতে থাকে।
এর মধ্যে অক্টোবরে ইনস্টাগ্রামে আইমাকে আনফলো করেছেন জেইন আহমেদ। বিষয়টি নিয়ে গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল। তবে বিষয়টি নিয়ে জাইন বলেছিলেন, ছবিগুলো মুছে ফেলা হয়নি। টেকনিক্যাল ত্রুটির কারণে আর্কাইভ করা হয়েছিল।
২০২৫ সালের আগস্টে লাহোরে বিয়ে করেন আইমা ও জেইন। জেইনকে বিয়ের আগে অভিনেতা শাহবাজ শিগরির সঙ্গে বাগ্দান সেরেছিলেন। একটি সিনেমার শুটিংয়ে শাহবাজের সঙ্গে পরিচয় হয়েছিল। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে দুজনের বাগ্দান ভেঙে যায়।
শাহবাজের সঙ্গে বাগ্দান ভেঙে যাওয়ার পর জেইনের সঙ্গে আইমার সম্পর্ক তৈরি হয়।
আইমা বেগ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ঞ জন
এছাড়াও পড়ুন:
‘মেসির চেয়ে রোনালদোর ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি’
২০২৬ বিশ্বকাপের আর বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো আগামী বিশ্বকাপে খেলবেন কি না, সেটা আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত নয়। কিন্তু বাতাসের গতিপ্রকৃতি বলছে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তাঁরা এখনো খেলে ফেলেননি। ৩৮ বছর বয়সী মেসি গত মাসেও যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে বলেছেন, ‘আমি সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকতে চাই।’ ৪০ বছর বয়সী রোনালদোও এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা বলেছেন।
প্রশ্ন হচ্ছে, মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগালের মধ্যে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি?
ওয়েসলি স্নেইডারকে ঠিক এ প্রশ্নই করা হয়েছিল। নেদারল্যান্ডসের হয়ে ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা সাবেক এ মিডফিল্ডারকে নিশ্চয়ই চিনতে পেরেছেন? স্নেইডার অনেকের বিচারেই তাঁর প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার। আয়াক্স, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও গালাতাসারাইয়ের মতো ক্লাবে খেলেছেন। তুরস্ক, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনে জিতেছেন শীর্ষ লিগ। চ্যাম্পিয়নস লিগ জেতেন ইন্টার মিলানের হয়ে। ‘ডেড বল’ বিশেষজ্ঞ হিসেবেও তাঁকে স্মরণ করেন অনেকেই। সেই স্নেইডার ২০২৬ বিশ্বকাপ জয়ে মেসির আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রাখলেন রোনালদোর পর্তুগালকে।
কাতারে আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জেতেন মেসি