কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের গার্ড-ব্রেক বগি থেকে পড়ে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম ইকবাল হোসেন। তিনি রেলওয়ের লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার। ট্রেনে করে কক্সবাজার যাচ্ছিলেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কালুরঘাট সেতুতে এই দুর্ঘটনা ঘটে। গার্ড-ব্রেক বগিতে মূলত ট্রেনের পরিচালক বা গার্ড থাকেন। আর এই বগিতে খাবারও থাকে। ট্রেনের সবচেয়ে পেছনের বগি এটা।

চট্টগ্রামের জানালি হাট স্টেশনের স্টেশন মাস্টার মো.

নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, কালুরঘাট সেতুতে ট্রেনের গতি কম থাকে। তারপরেও দুর্ঘটনাবশত লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন চলন্ত ট্রেন থেকে পড়ে যান।

নেজাম উদ্দিন জানান, ট্রেন থেকে সেতুর ওপর পড়ে গিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন ইকবাল হোসেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস সকাল সোয়া ছয়টায় ঢাকা থেকে ছেড়ে আসে। এরপর চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেয়। পরে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। চট্টগ্রামের শতবর্ষী কালুরঘাট সেতুতে ট্রেনের গতি সর্বোচ্চ ১০ কিলোমিটার।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে এক লেনে যান চলাচল বন্ধ, যানজটে ভোগান্তি

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই লেন দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে মহাসড়কে ওই স্থানে যানজট দেখা দিয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী বারইয়ারহাট পৌরবাজারের পিকআপচালক মো. নুর উদ্দিন প্রথম আলোকে বলেন, দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে যায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা কংক্রিট পুরো রাস্তায় ছড়িয়ে পড়ে। এ কারণে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর চালক ট্রাকটি রেখেই সেখান থেকে চলে যান। পরে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা এসে বন্ধ হয়ে যাওয়া লেনের পাশে ঢাকামুখী লেন দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেন। তবে গাড়ি বেশি হওয়ায় যানজট দেখা দেয়।

জানতে চাইলে ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে এসে পাশের বিকল্প সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছি। দ্রুত সড়কে ছড়িয়ে পড়া কংক্রিট ও গাড়িটি উদ্ধারে কাজ করছি।’

সম্পর্কিত নিবন্ধ