কুমিল্লা-৬ আসনে আমিন-উর-রশিদকে মনোনয়ন দেওয়ার দাবিতে এবার শিক্ষার্থীদের মিছিল
Published: 11th, November 2025 GMT
কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদের (ইয়াছিন) মনোনয়ন দাবিতে আট দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাঁর সমর্থকেরা। এবার তাঁর মনোনয়ন দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার বিকেলে ‘জেন-জেড-৩৫০০’ নামের সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা কুমিল্লা জিলা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কান্দিরপাড় পূর্বালী চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা আমিন-উর-রশিদের মনোনয়নের দাবিতে নানা স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী তৌসিফ আহমেদ, মেহেদী হাসান রবিন, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিয়ানা বিনতে হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফখরুদ্দিন রাজিব, সুবরাতি শাহজাদী মেমোরিয়াল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রার্থনা নূর মুনিয়া, বাখরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেক রোশন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো.
তৌসিফ আহমেদ বলেন, কুমিল্লা-৬ আসনে তরুণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের জায়গায় আমিন-উর-রশিদ বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধি এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে তাঁকে মনোনয়ন দিতে হবে। তারুণ্যের নেতৃত্ব, পরিবর্তনের আশা ও নতুন প্রজন্মের প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে আমিন-উর-রশিদ মনোনয়ন দেওয়া প্রয়োজন।
আরও পড়ুনমনোনয়নবঞ্চিত বিএনপি নেতার অনুসারীদের বিক্ষোভ, রেলপথ অবরোধ০৫ নভেম্বর ২০২৫আয়োজকদের দাবি, তরুণদের নেতৃত্বকে মূল্যায়ন, মনোনয়ন পুনর্বিবেচনা ও নতুন প্রজন্মের চিন্তাভাবনার প্রতিফলন ঘটাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা ঘোষণা দেন, আমিন-উর-রশিদকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে। কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
এর পর থেকেই আমিন-উর-রশিদের অনুসারী বিএনপির নেতা-কর্মীরা আট দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবি, আমিন-উর-রশিদ দীর্ঘ প্রায় দুই দশক ধরে কুমিল্লা সদরের বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। আর যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ২০১৮ সালে কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কল জ র শ ক ষ র থ ব এনপ র ৬ আসন
এছাড়াও পড়ুন:
‘মেসির চেয়ে রোনালদোর ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি’
২০২৬ বিশ্বকাপের আর বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো আগামী বিশ্বকাপে খেলবেন কি না, সেটা আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত নয়। কিন্তু বাতাসের গতিপ্রকৃতি বলছে, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তাঁরা এখনো খেলে ফেলেননি। ৩৮ বছর বয়সী মেসি গত মাসেও যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে বলেছেন, ‘আমি সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকতে চাই।’ ৪০ বছর বয়সী রোনালদোও এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা বলেছেন।
প্রশ্ন হচ্ছে, মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগালের মধ্যে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি?
ওয়েসলি স্নেইডারকে ঠিক এ প্রশ্নই করা হয়েছিল। নেদারল্যান্ডসের হয়ে ২০১০ বিশ্বকাপের ফাইনাল খেলা সাবেক এ মিডফিল্ডারকে নিশ্চয়ই চিনতে পেরেছেন? স্নেইডার অনেকের বিচারেই তাঁর প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার। আয়াক্স, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও গালাতাসারাইয়ের মতো ক্লাবে খেলেছেন। তুরস্ক, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেনে জিতেছেন শীর্ষ লিগ। চ্যাম্পিয়নস লিগ জেতেন ইন্টার মিলানের হয়ে। ‘ডেড বল’ বিশেষজ্ঞ হিসেবেও তাঁকে স্মরণ করেন অনেকেই। সেই স্নেইডার ২০২৬ বিশ্বকাপ জয়ে মেসির আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রাখলেন রোনালদোর পর্তুগালকে।
কাতারে আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জেতেন মেসি