Prothomalo:
2025-05-21@12:26:58 GMT

কী হয়েছিল ডুমুরঝাঁপিতে

Published: 25th, February 2025 GMT

১৯৭৮ সাল। ঘন কুয়াশা চিরে সুন্দরবনের ভেতর দিয়ে চলছে একটি নৌকা। সেখানে একটি ক্যামেরা হাতে বনের জীব আর পাখিদের ছবি তুলছে সুনীল। মোংলা থেকে গন্তব্য তার ভারতের ডুমুরঝাঁপি। সেখানে রিফিউজি ক্যাম্পে রয়েছে হাজারো বাঙালি। ২০ বছর বা তারও বেশি সময় ধরে যারা জীবন কাটাচ্ছে রিফিউজি হিসেবে।

ডুমুরঝাঁপিতে এসেছে তারা ৮ মাস ধরে। এখানে এসে ডাঙার মামা; অর্থাৎ বাঘের সঙ্গে পাল্লা দেওয়ার আগেই যাদের পেছনে ওঠে–পড়ে লেগেছে ‘ফেউ’। ফেউ মানে এজেন্ট, সরকারি গোয়েন্দা। শুরু হয় রিফিউজিদের নিয়ে রাজনীতির নোংরা খেলা। রিফিউজিদের জীবন কেমন, তা বোঝা যায় এ আক্ষেপ থেকে, ‘রিফিউজিগো দ্যাশ-জাত বইলে কিছু আছে নাকি! আমরা তো মন্দিরের ঘণ্টার মতো। যে বাজায়, খালি বাইজে যাই।’

একনজরে
ওয়েব সিরিজ: ‘ফেউ’
পর্ব: ৭
জনরা: ড্রামা
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: চরকি
পরিচালক: সুকর্ণ সাহেদ ধীমান
অভিনয়: চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈ, রিজভী রিজু, তারিক আনাম খান

সুনীল সরকার মোংলা গির্জার রেভেরেন্ড হিসেবে কাজ করে। মোংলা থেকে প্রায়ই নানা সাহায্য নিয়ে আসে ডুমুরঝাঁপিতে। আর রিফিউজিদের ওপর হওয়া অত্যাচারের কথা জানায় বাইরের দুনিয়ায়। তার শখ ছবি তোলা। আর ঘটনাক্রমে ডুমুরঝাঁপির বাঙালিদের ওপর অত্যাচারের বেশ কিছু ছবি তুলে ফেলে সে। আর সেটাই কাল হয় তার জন্য।

‘ফেউ’ –এ চঞ্চল চৌধুরী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে আবারো একরাতে ৩ বাড়ীতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একরাতে ৩ বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি এবং একটি সাইজিং মিলে চুরি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পশ্চিমপাড়া এবং বাসস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রাত ১টা থেকে ৩টা পর্যন্ত এই ডাকাতির ঘটনাগুলো ঘটে।

এলাকাবাসী ও গৃহকর্তাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পশ্চিমপাড়া গ্রামে সেরাজউদ্দিনের বাড়ীতে ২০/২৫ জনের মুখোশ পরিহিত ডাকাতদল হানা দিয়ে দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুটে নেয়। এই সময় সেরাজ উদ্দিনের ছেলে আবু সাইদকে (২৫) পিটিয়ে আহত করে। এই সময় পাশের বাড়ীর দিন ইসলামের বাড়ী থেকে ১৫ হাজার টাকা, সুফিয়ানের বাড়ী থেকে ২০ হাজার টাকা লুটে নেয়। ৩টি ডাকাতি শেষে একে একে পাশ্ববর্তী লিটন ও সুমনের বাড়ীতে হামলা করলেও কিছু নিতে পারেনি। । পরে রাত ৪টার দিকে রামচন্দ্রদী বাসস্টেশনে রুহেল সিকদারের মালিকানাধীন মেইলে জানালা কেটে ঢুকে ৬টি মটর, ১৬টি ভিমসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। 

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন জানান, কেউ অভিযোগ করেনি। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ