Samakal:
2025-05-21@12:29:19 GMT

বিক্ষোভে উত্তাল তুরস্ক

Published: 21st, March 2025 GMT

বিক্ষোভে উত্তাল তুরস্ক

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামওগলুর গ্রেপ্তারের পর তুরস্কজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সরকারের চার দিনের বিক্ষোভ নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বৃহস্পতিবার দ্বিতীয় রাতেও রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ।

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ছিলেন ইমামওগলু। দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি। দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি তাঁর গ্রেপ্তারকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে।

তবে বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এর পর সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া ব্যক্তিদের ওপর দমনপীড়ন আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উস্কানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এএফপি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত রস ক

এছাড়াও পড়ুন:

কুবির ফার্মেসি বিভাগে শিক্ষক নিয়োগের দাবিতে আল্টিমেটাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফার্মেসি বিভাগে অতিদ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ১৫ দিনের মধ্যে শিক্ষক নিয়োগের রোড ম্যাপ দেওয়ার আল্টিমেটাম দেন তারা। 

বুধবার (২১ মে) দুপুরে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘শিক্ষক সংকট নিরসন চাই’, ‘শিক্ষক সংকট নয়, চাই শিক্ষার অগ্রগতি’, ‘শিক্ষক ছাড়া শিক্ষা অচল’, ‘জটমুক্ত বিভাগ চাই’, ‘শিক্ষক চাই, এখনই চাই’, ‘অনলাইনে নয়, অফলাইনে সব কোর্স চাই’, ‘শিক্ষক বাড়াও, বিভাগ বাঁচাও’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

আরো পড়ুন:

চাকসু নীতিমালা প্রকাশ হবে বৃহস্পতিবার

যবিপ্রবিতে প্রযুক্তি খাতে নারীদের উন্নয়ন-বিষয়ক সেমিনার

মানববন্ধনে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তাসনিয়া ইসলাম তারিন বলেন, “বিভাগের শিক্ষক সংকট নিয়ে আমরা ডিন স্যারের সঙ্গে কয়েকবার কথা বলেছি। কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাদের বলতে চাই, আপনারা আমাদের মা বাবা তুল্য, আপনারা এভাবে আমাদের সমস্যা এড়িয়ে যাবেন না। আমরা দ্রুত আমাদের বিভাগে শিক্ষক নিয়োগ চাই।”

ফার্মেসি বিভাগের আরেক শিক্ষার্থী ইয়াসির আরাফাত বলেন, “আমাদের বিভাগে কাগজে কলমে ১২ জন শিক্ষক থাকলেও আছেন মাত্র পাঁচজন। তার মধ্যে একজন বিজ্ঞান অনুষদের ডিন। সবমিলিয়ে বলা যায় মাত্র চারজন শিক্ষক ক্লাস নেন। যাদের ভাগে প্রত্যেকটা ব্যাচের দুইটা করে কোর্স থাকে। এজন্য আমরা সেশনজটে পড়ছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আমাদের বিভাগে যেন অতিদ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হয়।” 

কুবির ফার্মেসি বিভাগে মোট ১২ জন শিক্ষকের মধ্যে সাতজন শিক্ষা ছুটিতে আছেন। ফলে মাত্র পাঁচজন শিক্ষক নিয়ে চলছে বিভাগটি।

ঢাকা/এমদাদুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ