ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামওগলুর গ্রেপ্তারের পর তুরস্কজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সরকারের চার দিনের বিক্ষোভ নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বৃহস্পতিবার দ্বিতীয় রাতেও রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ।
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ছিলেন ইমামওগলু। দুর্নীতি ও সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি। দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি তাঁর গ্রেপ্তারকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে।
তবে বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এর পর সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া ব্যক্তিদের ওপর দমনপীড়ন আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘উস্কানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এএফপি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ত রস ক
এছাড়াও পড়ুন:
দেশে ফিরলেন ইতিহাস গড়া নারী ফুটবলাররা
এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়।
জানা গেছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আফিদা-ঋতুপর্ণারা হাতিরঝিলের পথে রয়েছেন।
ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।
মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।