খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. মাফিজুল ইসলাম (৩১) ও আবু তালের গাজী (২৮)। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পাহাড়ি ছড়ায় গোসল করতে গিয়েছিলেন ওই তরুণী। এ সময় তাঁকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে ধর্ষণ করেন দুজন। এ ঘটনার ভিডিও চিত্রও ধারণ করেন তাঁরা। ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন ভুক্তভোগী।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন বলেন, ভুক্তভোগী তরুণী দুই আসামিকে শনাক্ত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের ঘটনাটি স্বীকার করেছেন গ্রেপ্তার আসামিরা।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রুয়ান্ডা-কঙ্গোর সঙ্গে চুক্তি করছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের পর যুক্তরাষ্ট্রের নজর এবার আফ্রিকায়। কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় খনিজ সম্পদ চুক্তির জন্য তোড়জোড় করছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফ্রিকাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মাসসাদ বৌলোস। দোহায় এক সাক্ষাৎকারে বৌলোস বলেছেন, শান্তিচুক্তি সম্পন্ন হলে সেদিনই কঙ্গোর সঙ্গে খনিজ সম্পদ চুক্তি সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র। আর রুয়ান্ডার সঙ্গে একই তবে কিছুটা ভিন্ন আকারের চুক্তি করা হবে।

এই চুক্তি এমন একসময়ে হচ্ছে, যখন রুয়ান্ডাসমর্থিত এম২৩ বিদ্রোহীরা কঙ্গোতে নজিরবিহীন অগ্রগতি অর্জন করছে। অঞ্চলটি ট্যানটালাম, স্বর্ণসহ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ এবং কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত। রয়টার্স।
 

সম্পর্কিত নিবন্ধ