রাজশাহীতে ঢাকাগামী ‘বনলতা এক্সপ্রেস’ লাইনচ্যুত
Published: 5th, May 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিয়ে ট্রেনটির একটি কোচ লাইন থেকে ছিটকে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে। ট্রেন লাইনচ্যুতির ফলে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর রুটের ট্রেন চলাচল আপাতত বন্ধ আছে।
রাজশাহী রেলওয়ে সূত্রে জানা গেছে, আর ঘণ্টা খানেকের মধ্যে উদ্ধার কার্যক্রম শেষ হতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ট র ন ল ইনচ য ত
এছাড়াও পড়ুন:
৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট সারা দেশে সব ব্যাংক বন্ধ থাকবে।
সরকার ঘোষিত এই বিশেষ দিবস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগেই জারি করা এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করায় ব্যাংকসহ সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটির আওতায় এসেছে।
বাংলাদেশ ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন’ গত ১৭ জুলাই এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
গত ২ জুলাই সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-আদালতের পাশাপাশি ব্যাংকগুলোতেও ছুটি নির্ধারণ করে।
সার্কুলারে বলা হয়েছে, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতোই তফসিলি ব্যাংকগুলোতেও ৫ আগস্ট ছুটি থাকবে।
ঢাকা/নাজমুল/ইভা