ভোলায় সংঘর্ষ-ভাঙচুরের পর বাস ও অটোরিকশার চালকদের ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি
Published: 5th, May 2025 GMT
ভোলায় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের পর এবার ধর্মঘট শুরু করেছে সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতি। আজ সোমবার ভোর থেকে অটোরিকশা চলাচল বন্ধ। অটোরিকশা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ ও তিন দফা বাস্তবায়নের দাবিতে অটোরিকশার চালকেরা আন্দোলনে নেমেছেন।
এর আগে গতকাল রোববার ভোলার পাঁচ রুটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। গতকাল বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় যানজটে আটকে পড়াকে কেন্দ্র করে বাসশ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও সংঘর্ষ হয়। এরপর সাড়ে পাঁচটার দিকে ওই কর্মসূচির ডাক দেয় বাস শ্রমিক ইউনিয়ন।
এদিকে সড়কে বাস ও অটোরিকশা চলাচল না করায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। আজ সকালে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তিন থেকে চার গুণ বেশি ভাড়া দিয়ে তাঁরা মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসে গন্তব্যে যাচ্ছেন। সরেজমিন দেখা যায়, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন আছে। উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
অটোরিকশা শ্রমিক মালিক সমিতির সভাপতি জাকির হোসেন বলেন, ‘গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বাস মালিক সমিতির সন্ত্রাসীরা ৩০টি অটোরিকশার ওপর হামলা করেছে। সারা দেশে সিএনজিচালিত অটোরিকশা চলছে। আর ভোলায় চালাতে গেলে হামলা-ভাঙচুর করা হচ্ছে। গতকাল ও আজ ১১টি অটোরিকশা ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। তাঁরা ছয়জন চালককে পিটিয়ে জখম করেছেন। এর ক্ষতি পূরণ দিতে হবে। হামলার সুষ্ঠু বিচারসহ মহাসড়কে অটোরিকশা চালানোর অনুমোদন চাই। এসব দাবি না মানা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।’
এ সম্পর্কে ভোলা জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘গত ২৮ এপ্রিল জেলা প্রশাসকের উপস্থিতিতে বাস মালিক সমিতি ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক-মালিক সমিতির মধ্যে সমঝোতা হয়েছে। সেখানে বলা হয়েছিল অটোরিকশা তিনজনের বেশি যাত্রী টানতে পারবে না। ওই পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করি। কিন্তু তাঁরা জেলা প্রশাসকের নির্দেশ মানেননি। পাঁচজন নিয়ে দূরপাল্লায় অটোরিকশা চালাচ্ছেন। গতকাল একসঙ্গে পাঁচ স্থানে বাসচালকদের ওপর হামলা করা হয়েছে। এতে অন্তত চালক-শ্রমিকসহ ২০ জন আহত হয়েছেন। বাসও ভাঙচুর করা হয়েছে।’
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের ডিপোপ্রধান ও ভোলা বাস মালিক সমিতির সহসভাপতি মাগফার উদ্দীন বলেন, অটোরিকশার চালকেরা ৭টি বাস ভাঙচুর করেছেন, ২০ জন শ্রমিককে পিটিয়ে জখম করেছেন। বাসের নিরাপত্তা নেই, শ্রমিকদেরও নিরাপত্তা নেই। তাই ধর্মঘট চলবে।
এ বিষয়ে জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, ‘দুই পক্ষকে নিয়ে সমঝোতায় বসার চেষ্টা করছি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মেরিটাইম সংশ্লিষ্ট দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি রোববার মিরপুর-১৪ তে অবস্থিত বিএন কলেজের শহীদ মোয়াজ্জেম হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
নবীন বরণ করা ব্যাচগুলো হলো- বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি– ৯ম ব্যাচ, বিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং– ৮ম ব্যাচ, বিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিক্স– ৭ম ব্যাচ, এলএলবি ইন মেরিটাইম ল’– ৭ম ব্যাচ, বিএসসি ইন ফিশারিজ– ৬ষ্ঠ ব্যাচ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমডোর মোহাম্মদ এহসান উল্লাহ খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার, রেজিস্ট্রার, অনুষদ প্রধান, একাডেমিক উপদেষ্টা, সিনিয়র অধ্যাপক, অনুষদ সদস্য, বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব জাতীয় সংগীত পরিবেশন করে এবং একটি ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়াও নিয়ম-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনা, আর্থিক নীতিমালা, শিক্ষা বিষয়ক সফটওয়্যার ব্যবহার এবং অনলাইন লাইব্রেরি ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি