দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার ঢাকার অন্যতম আবাসিক ও বাণিজ্যিক এলাকায় তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। সম্প্রতি মধ্য বাসাবোতে শোরুমটি উদ্বোধন করেন  স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান। শোরুম উদ্বোধন শেষে ওয়াহিদুর রহমান বলেন, “মান, আরাম ও ট্রেন্ডের সমন্বয়ে প্রত্যেক গ্রাহকের প্রয়োজন মেটানো আমাদের মূল লক্ষ্য। মধ্য বাসাবোতে নতুন শোরুম চালুর ফলে এখানকার ক্রেতারা এখন ঘর থেকেই স্টেপ ফুটওয়্যারের মানসম্পন্ন পণ্য সহজে কিনতে পারবেন। গ্রাহকের ভালোবাসা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে আরও শোরুম চালুর পরিকল্পনা রয়েছে, যাতে সারাদেশের মানুষ সহজে তাদের পছন্দের জুতা কিনতে পারেন।” সব বয়সের নারী, পুরুষ ও শিশুর জন্য ট্রেন্ডি, স্টাইলিশ ও আরামদায়ক কালেকশন নিয়ে সাজানো হয়েছে স্টেপ ফুটওয়্যারের নতুন এ শোরুমটি। শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতার জন্য থাকছে বিশেষ প্রোমোশনাল অফার। v
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টওয় য র

এছাড়াও পড়ুন:

ক্যামেরার পেছনেও মন মনোজের

ওয়েব সিরিজ রঙিলা কিতাব, ঈদের সিনেমা দাগিতে স্বল্প উপস্থিতি দিয়েও নিজের ছাপ রেখেছেন মনোজ প্রামাণিক। তবে মনোজ এখন নির্মাণ আর প্রযোজনায় মনোযোগী বেশি। বুসান এশিয়ান ফিল্ম স্কুলের বৃত্তি নিয়ে তিনি এখন দক্ষিণ কোরিয়ায় আছেন। হোয়াটসঅ্যাপে তাঁর দিনযাপনের গল্প শুনেছেন লতিফুল হক

অভিনয়কে পেশা হিসেবে নেবেন, মনোজ এ সিদ্ধান্ত নিয়েছিলেন ১০ কি ১২ বছর হবে। তবে এরপরই যুক্ত হন শিক্ষকতায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়ান। ধীরে ধীরে নির্মাণে আগ্রহ তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেমা বানান, সেসবের প্রযোজনায় যুক্ত থাকতে হয়। মনে হলো, কাজটা আরও ভালোভাবে শেখা দরকার। চোখ ছিল বুসান এশিয়ান ফিল্ম স্কুলের দিকে। আগে এখানে পড়ে গেছেন আবু শাহেদ ইমন, আরিফুর রহমান, তানভীর হোসেন, ফজলে হাসান প্রমুখ। আবেদন করার পর ‘প্রডিউসিং ট্র্যাক’ প্রোগ্রামে সাত মাসের আবাসিক শিক্ষার্থী হিসেবে বৃত্তি পেয়েছেন। গত ২১ মার্চ বুসানে যান মনোজ। এশিয়ার ১৭ দেশ থেকে এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন ১৯ জন। বিভিন্ন সংস্কৃতির ভিন্ন চিন্তার মানুষজনের সঙ্গে থাকা, রান্না করা, খাওয়া, পড়া থেকে ঘোরাঘুরি দারুণ উপভোগ করছেন তিনি।

মনোজ প্রামাণিক

সম্পর্কিত নিবন্ধ