স্টেপ ফুটওয়্যার এখন রাজধানীর বাসাবোতে
Published: 13th, May 2025 GMT
দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার ঢাকার অন্যতম আবাসিক ও বাণিজ্যিক এলাকায় তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। সম্প্রতি মধ্য বাসাবোতে শোরুমটি উদ্বোধন করেন স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান। শোরুম উদ্বোধন শেষে ওয়াহিদুর রহমান বলেন, “মান, আরাম ও ট্রেন্ডের সমন্বয়ে প্রত্যেক গ্রাহকের প্রয়োজন মেটানো আমাদের মূল লক্ষ্য। মধ্য বাসাবোতে নতুন শোরুম চালুর ফলে এখানকার ক্রেতারা এখন ঘর থেকেই স্টেপ ফুটওয়্যারের মানসম্পন্ন পণ্য সহজে কিনতে পারবেন। গ্রাহকের ভালোবাসা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে আরও শোরুম চালুর পরিকল্পনা রয়েছে, যাতে সারাদেশের মানুষ সহজে তাদের পছন্দের জুতা কিনতে পারেন।” সব বয়সের নারী, পুরুষ ও শিশুর জন্য ট্রেন্ডি, স্টাইলিশ ও আরামদায়ক কালেকশন নিয়ে সাজানো হয়েছে স্টেপ ফুটওয়্যারের নতুন এ শোরুমটি। শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতার জন্য থাকছে বিশেষ প্রোমোশনাল অফার। v
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টওয় য র
এছাড়াও পড়ুন:
শাবিতে লোকপ্রশাসনকে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার দাবি
লোকপ্রশাসন বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার দাবিতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা নিয়মিতভাবে বিসিএসে সুযোগ পাচ্ছেন, অথচ লোকপ্রশাসন বিভাগ এখনো বঞ্চিত। সিলেবাস প্রায় একই হলেও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্বীকৃতির অপেক্ষায় আছেন। ইন্টারমিডিয়েট পর্যায়ের পৌরনীতি ও সুশাসন বিষয়টিও মূলত লোকপ্রশাসনের অংশ, তবু এখন পর্যন্ত কোড নেই।
আরো পড়ুন:
রাকসু`র ভোটার তালিকায় নাম না আসায় ফি ফেরত দাবি শিক্ষার্থীর
ঢাবিতে ঠিকাদারির টাকা নিতে এসে ছাত্রলীগ নেতা আটক
বক্তারা আরো বলেন, সমাজবিজ্ঞান, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানসহ অনেক বিভাগ ইতিমধ্যেই বিসিএসে অন্তর্ভুক্ত। কিন্তু লোকপ্রশাসন শুধু একটি বিভাগ নয়, এটি রাষ্ট্র নীতি ও প্রশাসন চর্চার একাডেমিক ক্ষেত্র। শিক্ষার্থীরা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, “রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন এক বিষয় নয়, বরং দুটি স্বতন্ত্র ক্ষেত্র। একটি নীতিনির্ধারণ আরেকটি বাস্তবায়ন। আমাদের বিভাগের গুরুত্ব এখন এতটাই বেড়েছে যে, সরকারের মন্ত্রণালয়ের নামও পরিবর্তন করে ‘মিনিস্ট্রি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ করা হয়েছে। আমি মনে করি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন একটি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের প্রাণস্বরূপ। এ বিষয়ে জ্ঞান ছাড়া কোনো প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে এবং কলেজ পর্যায়েও পাঠদান চালু করা উচিত। এতে শিক্ষার্থীদের কর্মক্ষেত্র প্রসারিত হবে, বেকারত্ব কমবে এবং লোকপ্রশাসন বিভাগ একটি স্বতন্ত্র বিষয় হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাবে।”
ঢাকা/ইকবাল/মেহেদী