স্টেপ ফুটওয়্যার এখন রাজধানীর বাসাবোতে
Published: 13th, May 2025 GMT
দেশীয় ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার ঢাকার অন্যতম আবাসিক ও বাণিজ্যিক এলাকায় তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। সম্প্রতি মধ্য বাসাবোতে শোরুমটি উদ্বোধন করেন স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান। শোরুম উদ্বোধন শেষে ওয়াহিদুর রহমান বলেন, “মান, আরাম ও ট্রেন্ডের সমন্বয়ে প্রত্যেক গ্রাহকের প্রয়োজন মেটানো আমাদের মূল লক্ষ্য। মধ্য বাসাবোতে নতুন শোরুম চালুর ফলে এখানকার ক্রেতারা এখন ঘর থেকেই স্টেপ ফুটওয়্যারের মানসম্পন্ন পণ্য সহজে কিনতে পারবেন। গ্রাহকের ভালোবাসা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে আরও শোরুম চালুর পরিকল্পনা রয়েছে, যাতে সারাদেশের মানুষ সহজে তাদের পছন্দের জুতা কিনতে পারেন।” সব বয়সের নারী, পুরুষ ও শিশুর জন্য ট্রেন্ডি, স্টাইলিশ ও আরামদায়ক কালেকশন নিয়ে সাজানো হয়েছে স্টেপ ফুটওয়্যারের নতুন এ শোরুমটি। শোরুম উদ্বোধন উপলক্ষে ক্রেতার জন্য থাকছে বিশেষ প্রোমোশনাল অফার। v
উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টওয় য র
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার