চব্বিশের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ঘিরে তৈরি হওয়া মতপার্থক্য এখনো দূর হয়নি। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আদর্শিক দ্বন্দ্ব আরো গাঢ় হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও চলছে জোর চর্চা।  

এ হাওয়া লেগেছে দেশের শোবিজ অঙ্গনের তারকাদের মাঝেও। এ নিয়ে নিজের জোরোলো অবস্থান জানান দিলেন গণঅভ্যত্থানে অংশ নেওয়া অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন।   

রবিবার (১৭ আগস্ট) বাঁধন তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই অভিনেত্রী বলেন, “মানুষের পছন্দ-অপছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার আপনাকে কে দিয়েছে? শেখ হাসিনার মতো আচরণ করার চেষ্টা করবেন না। তার কী পরিণতি হয়েছে, তা আপনি দেখেছেন। তার পতনের পর ভেবেছিলাম মানুষ অন্তত একটা শিক্ষা নেবে। কিন্তু না, ঔদ্ধত্য এখনো থামেনি!”  

আরো পড়ুন:

‘মুজিব’ সিনেমা থেকে বাদ পড়ে হাউমাউ করে কেঁদেছিলেন বাঁধন

৫ আগস্ট চিরদিনের জন্য আমার স্মৃতিতে খোদাই হয়ে গেছে: বাঁধন

১৫ আগস্ট উপলক্ষে শোবিজ অঙ্গনের অনেক তারকা শ্রদ্ধা জানিয়েছে। এ নিয়েও চর্চা কম হয়নি। ইঙ্গিতপূর্ণভাবে এ বিষয়ে বাঁধন বলেন, “মানুষ কাকে সমর্থন করবে বা করবে না, সেটা ঠিক করার আপনি কে? এটা একান্তই তাদের নিজের ব্যাপার, মানুষকে বাধ্য করা আপনার কাজ না। মানুষের হৃদয় আছে, তারা যদি শেখ মুজিবুর রহমানকে সম্মান জানাতে চায়, সেটা তাদের অধিকার, আপনি সেটা নির্ধারণ করার কেউ নন। শুধু আপনার মতের সঙ্গে মিলছে না বলে, মানুষকে খারাপ বানানোর চেষ্টা বন্ধ করুন।” 

টাকার বিনিময়ে শোবিজ অঙ্গনের বেশ কজন তারকা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়েছেন। এমন অভিযোগ এনে কে বা কারা ব্যাংক স্টেটমেন্টের একটি কপি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।   

এ বিষয়ে বাঁধন বলেন, “এই ব্যাপারটা নিয়ে হাসি পায়। আপনারা এতটাই সস্তা যে সেটা খুবই লজ্জাজনক। প্রথমে গুজব রটে, আমি জুলাই বিদ্রোহের সময় ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য ২০০ কোটি টাকা নিয়েছি। এখন আবার নতুন গুজব উড়ছে, আমরা শেখ মুজিব সম্পর্কে পোস্ট দেওয়ার জন্য মাত্র ২০ হাজার টাকা নিয়েছি! ২০০ কোটি থেকে ২০ হাজার— এটা সত্যি? এই সামান্য টাকার জন্য কেউ কি এমন ঝুঁকি নেয়? এটি একেবারেই সার্কাস।” 

খানিকটা পরামর্শ দিয়ে বাঁধন বলেন, “একটি বিষয় ভালো করে বুঝে নেন, এখন আর মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। না মিথ্যা দিয়ে, না সস্তা গুজব দিয়ে, না ফাঁকা হুমকি দিয়ে। সময় বদলেছে। সোশ্যাল মিডিয়া আছে। বিশ্বায়ন হয়েছে। মানুষ এখন এসব নাটক খুব ভালোভাবেই বুঝতে পারেন।”  

মানুষকে নিয়ন্ত্রণ করার অনুশীলন থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বাঁধন বলেন, “সত্যিকারের একজন নেতা মানুষকে নিয়ন্ত্রণ করে না, তারা অনুপ্রাণিত করেন। সত্যিকারের একজন নেতা কারো কণ্ঠরোধ করেন না—তারা শোনেন। সত্যিকারের একজন নেতা ভিত্তিহীন অপবাদ ছড়ান না—তারা বিশ্বাস গড়ে তোলেন। তাই আপনারা সেই ক্ষমতার ভ্রান্ত ধারনা থেকে বেরিয়ে আসেন। আপনি মানুষকে পুতুলের মতো নাড়াবেন, এই ভাবনা থেকে বেরিয়ে আসেন। সেই সুতা তো অনেক আগেই ছিঁড়ে গেছে। ইতিহাস যতটা জোরে চড় মেরেছে, তার চেয়ে আরো বেশি জোরে থাপ্পড় মারার আগেই জেগে উঠুন।” 

“সত্যিকারের একজন নেতা হোন। সত্যিকারের মানুষ হোন। না হলে আপনি শেষ পর্যন্ত শেখ হাসিনার আরেকটা ব্যর্থ কপি হিসেবেই ইতিহাসে থেকে যাবেন। বিশ্বাস করুন, আরেকটি ট্র্যাজেডি কেউ চায় না।” বলেন বাঁধন। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন বল ন র জন য আপন র

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

ঝালকাঠিতে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সদস্যরা শহরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি থানার বিসিক, প্রতাপ, বরইতলা, ভৈরবপাশা, ষাটপাকিয়া, শ্রীরামপুর, আমিরাবাদসহ সড়কের পাশে থাকা বিভিন্ন মাইলফলকে এসব পোস্টার লাগানো হয়।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি সকলে নজরে আসে।

একাধিক সূত্র জানায়, রাতের আঁধারেই এসব পোস্টার লাগানো হয়। ঘটনার পরপরই ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি পেট্রোল পাম্প মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। পাশাপাশি টহলে রয়েছে জেলা পুলিশের বিভিন্ন টিম। পুলিশের বিশেষ নজরদারি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও চলছে।

জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন বলেন, ‘‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রাতের আঁধারে পোস্টারিং করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। গণঅভ্যুত্থানের পর তাদের সাহস নেই প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি করার, তাই চোরের মতো রাতের আঁধারে পোস্টার লাগিয়েছে।’’

এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্টারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঝালকাঠির বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। যারা পোস্টার লাগিয়েছে, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম বলেন, “পোস্টারগুলো কারা লাগিয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি অনুসন্ধান করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’

তিনি আরো বলেন, ‘‘মহাসড়কে টহল পুলিশ কর্তব্য পালন করছে। হয়তো রাতের আঁধারে কেউ চোখ ফাঁকি দিয়ে পোস্টার লাগিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে যারা এ কাজ করেছে, তাদের শনাক্তেরও চেষ্টা চলছে।”

ঢাকা/অলোক/এস

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ২০নং ওয়ার্ড বিএনপির মিলাদ, দোয়া
  • জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড
  • বঙ্গবন্ধুর স্মরণে শোকসভা, নরসিংদীতে আ.লীগ নেতা আটক
  • খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্রদলের মিলাদ ও দোয়া
  • জাতীয় স্বার্থে সবাইকে ঐক‌্যবদ্ধ হ‌তে হ‌বে: জিএম কাদের
  • অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা
  • শ্রীপুরে বঙ্গবন্ধুর মৃত্যুদিবসে কাঙালিভোজের আয়োজন, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের স্যাইকেল র‌্যালি
  • ঝালকাঠিতে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার