ওরস্যালাইন-এন এখন নতুন প্যাকে ‘এসএমসি ওরস্যালাইন’
Published: 19th, May 2025 GMT
নতুন নামে বাজারে এসেছে সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) বহুল ব্যবহৃত ওরস্যালাইন। ‘ওরস্যালাইন-এন’ এর নতুন নাম হয়েছে ‘এসএমসি ওরস্যালাইন’।
রোববার ঢাকার বনানীতে এসএমসির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওরস্যালাইনের নতুন নকশার প্যাকেট উদ্বোধন করা হয়।
এসএমসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তছলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির বলেন, ‘বিশ্বের এক নম্বর ব্র্যান্ডকে সব সময় আধুনিক ও গ্রাহকদের উপযোগী করে রাখার জন্য আমরা কাজ করছি। আমরা বিগত ৫০ বছরের সফলতাকে সঙ্গে নিয়ে আগামী দিনের দিকে একসঙ্গে এগিয়ে যেতে চাই।’
প্রধান নির্বাহী কর্মকর্তা তছলিম উদ্দিন খান বলেন, ‘এসএমসি ওরস্যালাইন বাংলাদেশের প্রতিটি ঘরে আস্থার প্রতীক। এই নতুন প্যাকেজিংসহ এসএমসির সব উদ্যোগ বাংলাদেশের প্রান্তিক নারীদের, শিশুদের ও পরিবারের সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।’
তিনি বলেন, এসএমসির ওরস্যালাইন বাংলাদেশের কোটি মানুষের জন্য ডায়রিয়া, বমি, শরীরের দুর্বলতা, অতিরিক্ত ঘাম বা হিট স্ট্রোকে শরীরের পানিশূন্যতা দূর করার নির্ভরযোগ্য সমাধান। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফর্মুলা, যা দ্রুত শরীরকে রিহাইড্রেট করে এবং প্রয়োজনীয় লবণ ও পানির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০মিনিটে এই আগুন লাগার খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
আরো পড়ুন:
রাজধানীর চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল সন্ত্রাসীরা
তিনি বলেন, “একটি ছয়তলা আবাসিক ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে বিকেল ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঢাকা/মাকসুদ/সাইফ