মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খাঁনকে (৬৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ মে) বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে আসামিকে আদালতে তোলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার প্রয়োজনীয় নথি না থাকায় মানিকগঞ্জের আমলী আদালতের বিচারক রিমান্ড শুনানি না করে আসামিকে কারাগারে পাঠান।
মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো.
আরো পড়ুন:
নড়াইলে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
গতকাল রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আব্দুর রহিম খাঁনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্দুর রহিম খাঁন শিবালয় উপজেলার দাশকান্দি এলাকার মৃত কফিল উদ্দিন খাঁনের ছেলে।
আব্দুর রহিম খাঁনের বিরুদ্ধে মানিকগঞ্জসহ বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আদালতে আরো তিনটি সি আর মামলা বিচারাধীন।
ঢাকা/চন্দন/মাসু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ ম ন কগঞ জ
এছাড়াও পড়ুন:
মনিরামপুরে বাসের ধাক্কায় দু’জন নিহত
যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। রোববার দুপুর ২টার দিকে পৌর শহরের মনিরামপুর সরকারি কলেজের দক্ষিণপাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে।
নিহতরা হলেন- মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত আবুল খায়ের দফাদারের ছেলে নাজমুল হোসেন এবং গাইবান্ধা জেলার সাঘাট উপজেলার আব্দুল্লাহপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে রতন মিয়া।
আহতদের মধ্যে সোয়াইব হোসেন ও ইব্রাহিম হোসেনকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাবুল আক্তার নামে একজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনিরামপুর পৌর শহর থেকে ভ্যানে করে কয়েকজন বাড়ির উদ্দেশে রওনা দেন। ভ্যানটি মনিরামপুর কলেজের সামনে পৌঁছলে পেছন থেকে ধাক্কা দেয় যশোরগামী একটি বাস। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান রতন। এরপর বাসটি পালিয়ে যেতে চাইলে পথচারী নাজমুল শেখ বাধা দিতে চান। তখন বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান নাজমুল। পরে স্থানীয়রা চালক আবদুল গনিসহ বাসটি আটক করে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।