মালিকের সম্পদ বিক্রি করে পাওনা পরিশোধের সিদ্ধান্ত
Published: 20th, May 2025 GMT
বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত গাজীপুরের টিএনজেড গ্রুপের আটটি পোশাক কারখানার শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে সন্ধ্যায় আন্দোলনরত শ্রমিকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গিয়ে সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
বিবৃতিতে জানানো হয়, টিএনজেড শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট বিষয়ে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। টিএনজেড গ্রুপের ওয়াশিং প্লান্ট ও মহাখালীর ডিওএইচএসে মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আগামী সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে। পাওনা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট সবার মধ্যে ঐকমত্য হওয়ায় শ্রম ভবন ঘেরাও কর্মসূচি শ্রমিক নেতারা প্রত্যাহার করবেন। টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় ইতোমধ্যে তাঁকে দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ছাড়া টিএনজেডের পরিচালক বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিদেশ গমনেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। টিএনজেডের ডিরেক্টর ফিন্যান্স শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত সরকারের হেফাজতে থাকবেন।
এর আগে বকেয়া বেতনসহ নানা দাবিতে গতকাল দুপুর আড়াইটার দিকে বিজয়নগরে শ্রম ভবন থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। কাকরাইল মসজিদসংলগ্ন মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। শ্রমিকরা পরে রাস্তাতেই বসে পড়েন। এর পর দিনভর কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।
টিএনজেড গ্রুপের কয়েকশ শ্রমিক বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে ১১ দিন ধরে শ্রম ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করছিলেন। পরে তাদের সঙ্গে যুক্ত হন আশুলিয়ার চেইন অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।
বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকদের আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করে। রাত পৌনে ৮টায় শ্রমিক অবস্থানে আসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর ইমরুল মহসিন এবং শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (অপারেশন অ্যান্ড ক্রাইম) আবুল কালাম সিদ্দিক। সরকারের পক্ষ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য দু-এক দিন সময় চান তারা। এ সময় শ্রমিকদের মধ্য থেকে ‘না না’ ধ্বনি আসে।
এজাজকে অপসারণের আলটিমেটাম
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দাবি বাস্তবায়িত না হলে আগামী শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওর হুঁশিয়ারি দিয়েছে দলটি। গতকাল বিকেলে গুলশানে ডিএনসিসি নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান। প্রাথমিক শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতির ডাক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি আদায়ে টানা কর্মবিরতি পালন করছেন। আজ বুধবার থেকে তারা অর্ধদিবস কর্মবিরতিতে যাচ্ছেন। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় ছয়টি সংগঠনের মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে গতকাল বৈঠকে বসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আবু নূর মো.
শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান ও বিক্ষোভ
শিক্ষা জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গতকাল সকাল ৮টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল করেন তারা।
রাজউক ভবন ঘেরাও করে বিক্ষোভ
ডিটেইল এরিয়া প্ল্যান ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল সকালে এ সংগঠনের ব্যানারে কয়েকশ মানুষ রাজউক ভবনের সামনে ব্যানার নিয়ে দাঁড়ান। তারা রাজউকের ‘স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির’ প্রতিবাদ এবং ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে নানা স্লোগান দেন। দাবি না মানলে চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
২৫ ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন
প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার প্রতিবাদসহ নানা দাবিতে মানববন্ধন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। এ সময় তারা কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল ও সব ক্যাডারের সমতা বিধানেরও দাবি জানান। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ট এনজ ড গ র প র র কর মকর ত সরক র র অবস থ ন র স মন পর শ ধ গতক ল র জউক স গঠন
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।