মালিকের সম্পদ বিক্রি করে পাওনা পরিশোধের সিদ্ধান্ত
Published: 20th, May 2025 GMT
বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত গাজীপুরের টিএনজেড গ্রুপের আটটি পোশাক কারখানার শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে সন্ধ্যায় আন্দোলনরত শ্রমিকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় গিয়ে সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
বিবৃতিতে জানানো হয়, টিএনজেড শ্রমিকদের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট বিষয়ে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। টিএনজেড গ্রুপের ওয়াশিং প্লান্ট ও মহাখালীর ডিওএইচএসে মালিকের বাড়ি বিক্রি করে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আগামী সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে। পাওনা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট সবার মধ্যে ঐকমত্য হওয়ায় শ্রম ভবন ঘেরাও কর্মসূচি শ্রমিক নেতারা প্রত্যাহার করবেন। টিএনজেড গ্রুপের মালিক বিদেশে থাকায় ইতোমধ্যে তাঁকে দেশে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ ছাড়া টিএনজেডের পরিচালক বা ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিদেশ গমনেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। টিএনজেডের ডিরেক্টর ফিন্যান্স শ্রমিকদের বকেয়া পরিশোধ না করা পর্যন্ত সরকারের হেফাজতে থাকবেন।
এর আগে বকেয়া বেতনসহ নানা দাবিতে গতকাল দুপুর আড়াইটার দিকে বিজয়নগরে শ্রম ভবন থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। কাকরাইল মসজিদসংলগ্ন মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। শ্রমিকরা পরে রাস্তাতেই বসে পড়েন। এর পর দিনভর কাকরাইল মসজিদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।
টিএনজেড গ্রুপের কয়েকশ শ্রমিক বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে ১১ দিন ধরে শ্রম ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করছিলেন। পরে তাদের সঙ্গে যুক্ত হন আশুলিয়ার চেইন অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা।
বিকেল সাড়ে ৪টার দিকে শ্রমিকদের আট সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করে। রাত পৌনে ৮টায় শ্রমিক অবস্থানে আসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর ইমরুল মহসিন এবং শিল্প পুলিশের উপমহাপরিদর্শক (অপারেশন অ্যান্ড ক্রাইম) আবুল কালাম সিদ্দিক। সরকারের পক্ষ থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য দু-এক দিন সময় চান তারা। এ সময় শ্রমিকদের মধ্য থেকে ‘না না’ ধ্বনি আসে।
এজাজকে অপসারণের আলটিমেটাম
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দাবি বাস্তবায়িত না হলে আগামী শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওর হুঁশিয়ারি দিয়েছে দলটি। গতকাল বিকেলে গুলশানে ডিএনসিসি নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান। প্রাথমিক শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতির ডাক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি আদায়ে টানা কর্মবিরতি পালন করছেন। আজ বুধবার থেকে তারা অর্ধদিবস কর্মবিরতিতে যাচ্ছেন। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় ছয়টি সংগঠনের মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে গতকাল বৈঠকে বসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি আবু নূর মো.
শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান ও বিক্ষোভ
শিক্ষা জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গতকাল সকাল ৮টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল করেন তারা।
রাজউক ভবন ঘেরাও করে বিক্ষোভ
ডিটেইল এরিয়া প্ল্যান ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল সকালে এ সংগঠনের ব্যানারে কয়েকশ মানুষ রাজউক ভবনের সামনে ব্যানার নিয়ে দাঁড়ান। তারা রাজউকের ‘স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির’ প্রতিবাদ এবং ড্যাপ ও ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনের দাবিতে নানা স্লোগান দেন। দাবি না মানলে চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
২৫ ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন
প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার প্রতিবাদসহ নানা দাবিতে মানববন্ধন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। এ সময় তারা কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল ও সব ক্যাডারের সমতা বিধানেরও দাবি জানান। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ট এনজ ড গ র প র র কর মকর ত সরক র র অবস থ ন র স মন পর শ ধ গতক ল র জউক স গঠন
এছাড়াও পড়ুন:
সময়ক্ষেপণের খেলায় মত্ত পুতিন, শান্তি কেবলই দূরে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে এ পর্যন্ত সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন পর্যন্ত শুধু আশ্বাসের ওপরই রেখেছেন রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিন। গত সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর পুতিন আবারও শান্তি ফেরাতে ইউক্রেনের সঙ্গে সমঝোতায় পৌঁছার আশ্বাস দেন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, পুতিন কি আসলেই যুদ্ধবিরতি চান? নাকি তিনি হামলা আরও দীর্ঘায়িত করার জন্য আলোচনায় বসার নামে শুধু সময়ক্ষেপণ করছেন। ওই ফোনালাপের পর মস্কো-কিয়েভ পাল্টাপাল্টি ড্রোন হামলাও হয়েছে।
সিএনএনের বিশ্লেষণে বলা হয়, একদিকে ট্রাম্প পুতিনের ওপর বিশ্বাস করতে চান, অন্যদিকে ট্রাম্পের পদক্ষেপ ভালো ফল বয়ে আনতে পারে বলে মনে করেন পুতিন। এভাবেই দুই নেতা পরিস্থিতি শুধু অনিশ্চয়তার দিকেই ঠেলে দিচ্ছেন। শান্তি কেবলই দূরে চলে যাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইউক্রেনকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার কথা বিবেচনা করছেন ইউরোপের নেতারা। এ ক্ষেত্রে ইউরোপীয় বিমানবাহিনী ব্যবহার করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ‘স্কাইশিল্ড’ নামের অভিযান পরিকল্পনাটি প্রথমবারের মতো ন্যাটো বিমান ও পাইলটদের ইউক্রেনের আকাশসীমায় প্রবেশ করাতে পারে, যা রাশিয়াকে বার্তা পাঠাবে যে, ইউরোপ ইউক্রেনের প্রতিরক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
গার্ডিয়ান বলছে, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে। পুতিন-ট্রাম্প ফোনালাপের পর পুতিনের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করছেন না তারা। এ জন্য রাশিয়ার সামরিক সরঞ্জাম, জ্বালানি রপ্তানি এবং তথ্য যুদ্ধকে সমর্থনকারী ও ইউক্রেনে আক্রমণের অর্থায়নে সহায়তাকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ইইউর পররাষ্ট্রনীতিপ্রধান কাজা ক্যালাস এক্স পোস্টে বলেছেন, ‘রাশিয়ার প্রায় ২০০টি জাহাজের ছায়া নৌবহরের ওপর নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আরও নিষেধাজ্ঞার প্রক্রিয়া চলছে। রাশিয়া যত দীর্ঘ যুদ্ধ চালাবে, আমাদের প্রতিক্রিয়া তত কঠোর হবে।’
সোমবার পুতিনের সঙ্গে দুই ঘণ্টার বেশি আলাপ করেন ট্রাম্প। একই দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তিনি কথা বলেন। হোয়াইট হাউস দাবি করেছে, পুতিনের সঙ্গে ট্রাম্পের স্পষ্ট আলাপ হয়েছে। পুতিন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আলোচনায় বসতে রাজি হয়েছেন।
তবে জেলেনস্কি এই আলাপের পর খুশি হননি। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়া ও দখলদারিত্ব ধরে রাখার জন্য ‘সময় কিনে নেওয়া’র চেষ্টা করছেন। তিনি রয়টার্সকে বলেন, যুদ্ধবিরতির চুক্তিতে স্পষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব থাকতে হবে। জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, পুতিন প্রকৃতপক্ষে ইউক্রেনে শান্তি ফেরাতে আগ্রহী নন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার নামে কেবলই সময় নিয়ে খেলছেন।
এর আগে ট্রাম্প ও ইউরোপীয় নেতারা ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য পুতিনের ওপর চাপ সৃষ্টি করেছিলেন। তবে মস্কো তা প্রত্যাখ্যান করে জানায়, পুতিন চূড়ান্ত চুক্তির জন্য আলোচনায় জোর দিচ্ছেন। বিশ্লেষকদের মতে, পুতিন মাসের পর মাস সময় নিয়ে আলোচনা চালানোর কৌশল নিয়েছেন। যাতে হামলা আরও বাড়ানো যায়। তাঁর এই কৌশলের প্রধান শিকার নিরীহ মানুষ।
এদিকে ট্রাম্পের পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ, পুতিন যুদ্ধবিরতি বারবার প্রত্যাখ্যান করায় ট্রাম্প এই প্রচেষ্টা থেকে সরে আসারও হুমকি দিয়েছিলেন। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প গাজায় যখনই যুদ্ধবিরতির কথা তোলেন, তখনই ইসরায়েল হামলা বাড়িয়ে দেয়। ইউক্রেনেও একই ঘটনা ঘটতে পারে।
মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক উপপরিচালক বেথ স্যানার মনে করেন, দুই ঘণ্টার ফোনালাপে শান্তিচুক্তির ব্যাপারে ট্রাম্প পুতিনকে সর্বোচ্চ অনুরোধ করেন। পুতিনের সহকারী ইউরি উশাকভ বলেন, দুই নেতা কেউই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চাননি।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ফোনালাপের পর রাশিয়া ১০৮টি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালায়। ৯৩টি ঠেকিয়ে দিয়েছে তারা। অন্যদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে রাশিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করায় সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার মস্কোর কড়া সমালোচনা করেছেন।