খুনের মামলার আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা, দুজন গ্রেপ্তার
Published: 21st, May 2025 GMT
রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মহানগরের রাহাত্তারপুল এলাকা থেকে র্যাব-৫–এর একটি দল তাঁদের গ্রেপ্তার করে। আজ বুধবার সকালে তাঁদের বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খোরশেদ আলম (৪৫) ও ভুট্টু প্রামাণিক (৪২)। তাঁদের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামে।
র্যাবের পাঠানো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে র্যাবের রাজশাহী ও চট্টগ্রামের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা সেখানে প্রায় এক মাস ধরে অবস্থান করছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ এপ্রিল বিকেলে বাগমারার রনশিবাড়ি বাজারে পূর্বশত্রুতার জেরে আত্রাইয়ের গোয়ালবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী আবদুর রাজ্জাককে ধারালো অস্ত্র দিয়ে খুন করেন একই গ্রামের আমিরুল ইসলাম নামের এক তরুণ। পালানোর সময় লোকজন ধরে একটি বাড়িতে আটকে রাখেন। রাত আটটার দিকে সেখান থেকে পুলিশ আমিরুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। পরে আসামিকে প্রকাশ্যে ধরে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে মেরে ফেলেন তাঁরা। এ সময় ক্ষুব্ধ লোকজনের হামলায় বাগমারার ছয় পুলিশ আহত হন। তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে বাগমারা থানার পুলিশ অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে। জোড়া খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। মামলার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা আত্মগোপনে যান। পুলিশের পাশাপাশি র্যাব ছায়াতদন্ত শুরু করে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্তের পাশাপাশি গোপনে তদন্ত করে আসামিদের ধরার জন্য মাঠে নামে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্রেপ্তার দুই ব্যক্তি নিহত আমিরুলকে ঘিরে ছিলেন। তাঁদের হাতে লাঠি দেখা যায়। পরে তাঁরা লাঠি দিয়ে আঘাত করেন আমিরুলকে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, পুলিশের করা মামলায় এই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে তোলা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশে ফিরলেন ইতিহাস গড়া নারী ফুটবলাররা
এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়।
জানা গেছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আফিদা-ঋতুপর্ণারা হাতিরঝিলের পথে রয়েছেন।
ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।
মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।