সাইবার নিরাপত্তা আইন বাতিল, সুরক্ষা অধ্যাদেশ জারি
Published: 22nd, May 2025 GMT
ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি, অনলাইন জুয়া নিষিদ্ধ ও অনলাইনে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। একইসঙ্গে ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে।
বুধবার (২১ মে) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়।
এর আগে গত ৬ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়। এ অধ্যাদেশে সাইবার নিরাপত্তা আইনের ৯টি ধারা বাদ দেওয়া হয়েছে।
অধ্যাদেশে আগের আইনের মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সংগীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি, কুৎসামূলক প্রচারণার দণ্ড, মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার সংক্রান্ত ধারাগুলো বাদ দেওয়া হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলার অবনতি ঘটানো, এর অপরাধ ও দণ্ড, আক্রমণাত্মক, মিথ্যা বা ভীতি প্রদর্শন, তথ্য-উপাত্ত প্রেরণ প্রকাশ ইত্যাদি ধারাও বিলুপ্ত করা হয়েছে।
অধ্যাদেশে ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে অনলাইন জুয়া। এছাড়া অনলাইনে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত
আগের আইনের কিছু কিছু ধারায় পরিবর্তন এনে অধ্যাদেশে রাখা হয়েছে। ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষ মূলক তথ্য প্রকাশ ইত্যাদির অপরাধ ও দণ্ডের বিষয়টি পরিবর্তন এনে রাখা হয়েছে। মত প্রকাশের মামলা জামিনযোগ্য রাখা হয়েছে।
অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যদি সাইবার অপরাধ করা হয় সেটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপ বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা বা উভয়দণ্ড পেতে হবে।
ঢাকা/নঈমুদ্দীন/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রক শ অপর ধ
এছাড়াও পড়ুন:
কলকাতায় এলেই মনে হয় মায়ের বাড়ি এলাম: কাজল
আগামী ২৭ জুন মুক্তি পেতে চলেছে কাজল অভিনত বলিউড সিনেমা ‘মা’। এখন সিনেমার প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার কলকাতায় গিয়ে হাজির হলেন এবং দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পূজা দিলেন কাজল। এসময় অভিনেত্রীকে একঝলক দেখতে ভিড় জমায় ভক্তরা।
পূজা দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেত্রী। বলেন, ‘কলকাতায় আসা তার কাছে মায়ের কাছেই আসা। যখনই কলকাতায় আসি মনে হয় মা-বাবার বাড়ি এলাম। ছবির প্রচার শুরু করার আগে আমার মনে হয়, যাই মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তাই আমি মায়ের আশীর্বাদ নিতে এসেছি। মায়ের থেকে আশীর্বাদের ফুল পেয়েছি। আমি খুবই খুশি।’
এসময় ‘মা’ সিনেমা নিয়েও কথা বলেন কাজ। তার ভাষ্য, ‘এই সিনেমায় আমি যে চরিত্রে অভিনয় করেছি, এটা আমার জীবনে অভিনয় করা সবচেয়ে শক্তিশালী একটা চরিত্রে মধ্যে একটি হয়ে থাকবে। এটা একটা মাইথোলজিক্যাল হরর সিনেমা। আমি নিশ্চিত যে এটা সকলকে চমকে দেবে।’
বিশাল ফুরিয়ার পরিচালনায় ‘মা’ সিনেমার প্রধান নারী চরিত্রে রয়েছেন কাজল। অজয় দেবগণ ও জ্যোতি দেশপান্ডের প্রযোজনায় আসছে সিনেমাটি। ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন যুদ্ধকে অন্বেষণ করে এই সিনেমা। রয়েছে সাসপেন্স, অ্যাকশন।
কাজাল ছাড়া এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, রনিত রায়, জিতিন গুলাটি, গোলাপ সিংসহ অনেকে।