নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর শিক্ষক বাবাকে মারধর ও জখম করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত তরুণের নাম মোস্তাকিন (১৯)। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল বুধবার সকালে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোস্তাকিনকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা করেন। মোস্তাকিনের বাড়ি একই উপজেলায়।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, মোস্তাকিন এলাকায় বখাটে হিসেবে পরিচিত। প্রায় এক বছর আগে তিনি ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। ওই ছাত্রী তা প্রত্যাখ্যান করলে তিনি স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময়ে তাকে উত্ত্যক্ত ও হয়রানি করে আসছিলেন। এ বিষয়ে একাধিকবার মেয়েটির বাবা মোস্তাকিনকে সতর্ক করেন এবং তাঁর পরিবারের কাছেও অভিযোগ করেন। তাতেও কোনো পরিবর্তন হয়নি।

গত মঙ্গলবার ওই ছাত্রী এসএসসি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর বাবার সঙ্গে বাড়ি ফিরছিল। পথে মোস্তাকিন ও তাঁর দুই সহযোগী তাঁদের গতি রোধ করে মেয়েটিকে উত্ত্যক্ত করেন। এ সময় মেয়েটির বাবা প্রতিবাদ করলে তাঁকে মারধর ও কপাল-নাকে ইট দিয়ে আঘাত করেন তাঁরা। পরে স্থানীয় লোকজন মেয়েটির বাবাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছাত্রীর বাবা বলেন, তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মঙ্গলবার পরীক্ষার পর মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে মোস্তাকিন ও তাঁর সহযোগী ব্যক্তিরা অশ্লীল ভাষায় গালিগালাজ ও অঙ্গভঙ্গি করে মেয়েকে উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করায় তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী ব্যক্তিরা তাঁকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান।

এ বিষয়ে মোস্তাকিনের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর বাবার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম রধর

এছাড়াও পড়ুন:

দেশে ফিরলেন ইতিহাস গড়া নারী ফুটবলাররা

এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নেওয়ার পর দেশে ফিরেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। রোববার রাত পৌনে ২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়।

জানা গেছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আফিদা-ঋতুপর্ণারা হাতিরঝিলের পথে রয়েছেন।

ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান।

মধ্যরাতে এমন আয়োজনের পেছনে রয়েছে সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার ভোরেই ভুটানে পাড়ি জমাবেন। আরও তিনজন ফুটবলারও যাবেন দুদিন পর। তাই পুরো দল একসঙ্গে থাকতেই রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে।

সম্পর্কিত নিবন্ধ