এনসিপির মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত
Published: 21st, June 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মৌখিকভাবে কার্যক্রম স্থগিতের কথা জেলা সমন্বয় কমিটিকে জানানো হয়েছে।
গত বুধবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের যৌথ স্বাক্ষরে ওই সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল। ৩১ সদস্যবিশিষ্ট কমিটির প্রধান সমন্বয়কারী করা হয় খালেদ হাসানকে। কমিটিতে ৯ জন যুগ্ম সমন্বয়কারী ও ২১ জনকে সদস্য করা হয়। আগামী তিন মাসের জন্য বা আহ্বায়ক কমিটি গঠনের আগপর্যন্ত এ কমিটির জেলা পর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনা করার কথা ছিল।
এদিকে এনসিপির জেলা সমন্বয় কমিটি গঠনের পর কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এনসিপির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন এ অভিযোগ তোলেন। এরপর এনসিপি সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ মৌখিকভাবে কার্যক্রম সাময়িক স্থগিত রাখতে জেলা সমন্বয় কমিটিকে নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী খালেদ হাসান আজ শনিবার প্রথম আলোকে বলেন, এনসিপির সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ মৌখিকভাবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে বলেছেন। স্থায়ীভাবে নয়, আপাতত কার্যক্রম বন্ধ আছে।
প্রীতম দাশ প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে কার্যক্রম স্থগিত করা হয়েছে। সমন্বয় কমিটির কিছু সদস্যের বিষয়ে কয়েকজন আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন। যদিও প্রাথমিকভাবে অভিযোগের কোনো সত্যতা মেলেনি। তাঁরা (কমিটির সদস্য) অনেকে আগে নাগরিক কমিটিতে ছিলেন, জুলাই আন্দোলনসহ সরকারবিরোধী আন্দোলন করেছেন। তারপরও বিষয়টি খতিয়ে দেখতে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য় কম ট র কম ট র ক এনস প র সদস য
এছাড়াও পড়ুন:
টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু
গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের এক কর্মী মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান। তিনি জানান, নিহত কর্মীর নাম শামিম আহম্মেদ (৪২)। তিনি কিশোরগঞ্জের বাসিন্দা।
আরও পড়ুনটঙ্গীতে রাসায়নিকের গুদামে আগুন, ফায়ার সার্ভিসের অন্তত ৫ কর্মী দগ্ধ২২ সেপ্টেম্বর ২০২৫ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বিভিন্ন স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ও জয়দেবপুরের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একপর্যায়ে রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী ও এক কর্মকর্তা দগ্ধ হন। তাঁদের উদ্ধার ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে বাকিদের চিকিৎসা চলছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক।