শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে। গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লিখুন মিয়া।

জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে উত্থাপিত আপত্তি, ভুল তথ্য এবং অনিচ্ছাকৃতভাবে কিছু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ায় কমিটি বাতিল করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিতে সরকারি চাকরিজীবী, অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং যাঁরা সম্মতি দেননি—এমন ব্যক্তিদের নাম থাকায় বিতর্কের সৃষ্টি হয়। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এর তীব্র সমালোচনা হয়।

কমিটিতে নাম আসায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সামিয়া সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী। তিনি অভিযোগ করেন, তাঁর সম্মতি না নিয়েই নাম ও মুঠোফোন নম্বর ব্যবহার করা হয়েছে, যা তাঁকে চরমভাবে বিব্রত করেছে।

এ ছাড়া গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহম্মেদকে প্রধান সমন্বয়কারী করার বিষয়ে সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে। সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে পারেন না। অন্যদিকে কমিটিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক কর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

সমালোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে গতকাল জেলা কমিটি মৌখিকভাবে নালিতাবাড়ী উপজেলা কমিটি বাতিল ঘোষণা করে। তবে এখনো নতুন কমিটি গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লিখুন মিয়া প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের ও সম্মতি না থাকা লোকেদের অন্তর্ভুক্ত করে কমিটি করার বিষয়টি আমরা জানতে পেরেছি। এ নিয়ে নানা আলোচনা হচ্ছে। আঞ্চলিক তত্ত্বাবধায়কের নির্দেশে গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে নালিতাবাড়ী উপজেলা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। পরে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে, যেন আর কোনো বিতর্ক না থাকে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য় কম ট কম ট র সরক র উপজ ল

এছাড়াও পড়ুন:

পেশীর শক্তি বাড়াতে যেসব খাবার খেতে পারেন

পেশী হল অত্যন্ত বিশেষায়িত সংকোচনশীল কোষ। যা পানি এবং এক-পঞ্চমাংশ প্রোটিন দিয়ে তৈরি। তাই পেশীর আকার ঠিক রাখতে এবং পেশী মেরামত করতে, নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার এবং প্রচুর পরিমাণে পানি পান করা গুরুত্বপূর্ণ।

পেশীর শক্তি বাড়ানোর জন্য প্রোটিন, শর্করা এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার অপরিহার্য। এই উপাদানগুলো পেশী মেরামত এবং গঠনে সহায়তা করে, পাশাপাশি শরীরকে প্রয়োজনীয় শক্তি জোগায়। কোন কোন খাবার পেশীর শক্তি বাড়াতে সহায়তা দিতে পারে, চলুন জানা যাক। 

মুরগির মাংস
একশো গ্রাম মুরগির মাংস শরীরে ত্রিশ গ্রাম প্রোটিন এবং চার গ্রাম চর্বি সরবরাহ করতে পারে। যার কারণে অনেক ক্রীড়াবিদ নিয়মিত তাদের খাবার তালিকায় মুরগির মাংস অন্তর্ভুক্ত করেন। আপনিও খাবারে মুরগির মাংস যোগ করতে পারেন।

ডিম
ডিমে উচ্চ মানের প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং বি ভিটামিন রয়েছে। যা পেশী গঠনে সহায়তা করে।

মাছ
স্যামন এবং টুনা মাছ প্রোটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পেশীর ব্যথা কমাতে এবং পেশী বৃদ্ধিতে সাহায্য করতে পারে।

দই
দইতে প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে যা ব্যায়ামের পরে পেশী পুনরুদ্ধার এবং বৃদ্ধিতে সহায়তা করতে পারে। দইতে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড থাকে যা একটি বিশেষ ধরণের চর্বি। 

ডাল এবং বিনস
মটরশুঁটি, মসুর ডাল এবং অন্যান্য ডাল উদ্ভিদ-ভিত্তিক প্রোটিন এবং ফাইবারের ভালো উৎস।

টোফু
সয়াবিন থেকে তৈরি টোফু নিরামিষাশীদের জন্য প্রোটিনের একটি গুরুত্বপূর্ণ উৎস। 

সূত্র: ফিচারফিট

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ