সমালোচনার মুখে ২ দিনের মাথায় এনসিপির নালিতাবাড়ী উপজেলা কমিটি বাতিল
Published: 22nd, June 2025 GMT
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি বাতিল করা হয়েছে। গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লিখুন মিয়া।
জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে উত্থাপিত আপত্তি, ভুল তথ্য এবং অনিচ্ছাকৃতভাবে কিছু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ায় কমিটি বাতিল করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিতে সরকারি চাকরিজীবী, অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং যাঁরা সম্মতি দেননি—এমন ব্যক্তিদের নাম থাকায় বিতর্কের সৃষ্টি হয়। ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এর তীব্র সমালোচনা হয়।
কমিটিতে নাম আসায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সামিয়া সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী। তিনি অভিযোগ করেন, তাঁর সম্মতি না নিয়েই নাম ও মুঠোফোন নম্বর ব্যবহার করা হয়েছে, যা তাঁকে চরমভাবে বিব্রত করেছে।
এ ছাড়া গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহম্মেদকে প্রধান সমন্বয়কারী করার বিষয়ে সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে। সরকারি কর্মচারী আচরণবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে পারেন না। অন্যদিকে কমিটিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একাধিক কর্মীর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
সমালোচনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে গতকাল জেলা কমিটি মৌখিকভাবে নালিতাবাড়ী উপজেলা কমিটি বাতিল ঘোষণা করে। তবে এখনো নতুন কমিটি গঠনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লিখুন মিয়া প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের ও সম্মতি না থাকা লোকেদের অন্তর্ভুক্ত করে কমিটি করার বিষয়টি আমরা জানতে পেরেছি। এ নিয়ে নানা আলোচনা হচ্ছে। আঞ্চলিক তত্ত্বাবধায়কের নির্দেশে গতকাল ফেসবুকে পোস্ট দিয়ে নালিতাবাড়ী উপজেলা কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। পরে সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে, যেন আর কোনো বিতর্ক না থাকে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য় কম ট কম ট র সরক র উপজ ল
এছাড়াও পড়ুন:
মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭
রাজধানীর মহাখালী পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
আরো পড়ুন:
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার শামীম
দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিষয়টি জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, মহাখালী এলাকা থেকে ৭ জনকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
জানা যায়, মহাখালীর আমতলীর গুলশান পেট্রোল পাম্পে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এ সময় পরিষ্কারের কাজের সাথে জড়িত ৭ জনের শরীর ঝলসে যায়। তবে আগুন তখনই নিভে গেছে।
ঢাকা/এসবি