শেষ ষোলো নিশ্চিত করতে প্রয়োজন ছিল শুধু একটি জয়, আর সেই জয়ের ম্যাচে গোল উৎসবে মাতল ম্যানচেস্টার সিটি। ক্লাব বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৬-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে সিটিজেনরা। পাশাপাশি সিটির এই জয়ে গ্রুপের আরেক দল জুভেন্টাসও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

ম্যাচে জোড়া গোল করেছেন ইলকায় গুন্দোয়ান। একটি করে গোল করেন আর্লিং হল্যান্ড, ক্লদিও এচেভেরি, অস্কার বব ও রায়ান শেরকি। তরুণ এচেভেরি ও সদ্য সই করা শেরকির এটি ছিল সিটির জার্সিতে প্রথম গোল।

ম্যাচের নবম মিনিটেই গোল উৎসবের সূচনা করেন গুন্দোয়ান। এরপর আর্জেন্টাইন তরুণ এচেভেরি ফ্রি-কিক থেকে এবং হল্যান্ড পেনাল্টি থেকে গোল করেন প্রথমার্ধেই। বিরতির পর ৭৩ মিনিটে আবারও স্কোরশিটে নাম তোলেন গুন্দোয়ান। শেষ দিকে বদলি হিসেবে নামা অস্কার বব ও রায়ান শেরকি ৮৪ ও ৮৯ মিনিটে গোল করে স্কোরলাইন দাঁড় করান ৬-০। 

এখন পর্যন্ত দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান সংখ্যক ম্যাচে জয় পাওয়া জুভেন্টাসও রয়েছে সমান পয়েন্টে, তবে গোল ব্যবধানে পিছিয়ে। ফলে বৃহস্পতিবার সিটি ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচে নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প গ ল কর

এছাড়াও পড়ুন:

ধর্মের মর্মবাণী মানব কল্যাণ, শান্তি ও দেশপ্রেম: নৌপরিবহন উপদেষ্টা

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সকল ধর্মের মর্মবাণী মানব কল্যাণ, শান্তি ও দেশপ্রেম।  

রবিবার ( ২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন কর্তৃক শুভ মহালয়া ১৪৩২ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘‘সকল ধর্মই আমাদের অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগায়।  আমাদের আত্মশুদ্ধির সুযোগ করে দেয়। মানবসেবা ও দেশাত্মবোধের চেতনাকে উদ্বুদ্ধ করে।’’ 

শারদীয় দুর্গোৎসবকে বাংলাদেশের সার্বজনীন উৎসব উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘‘আবহমানকাল ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে। এটি শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বাংলাদেশের সকলের উৎসব। এ উৎসব উদযাপনের মাধ্যমে মানুষে মানুষে নিবিড় বন্ধন রচিত হয়, সমাজের সকল মানবসৃষ্ট ভেদাভেদ, বৈষম্য  দূরীভূত হয় এবং সকলের মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগরিত হয়।’’ 

দুর্গাপূজা উপলক্ষ্যে নৌপরিবহন উপদেষ্টা এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব আনন্দমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন। একইসঙ্গে দুর্গোৎসবকে কেন্দ্র করে যেন কোনো স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে  সতর্ক থাকার নির্দেশনা দেন। 

অনুষ্ঠানে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের  সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম//

সম্পর্কিত নিবন্ধ

  • ‘আমার দেশকে চিনতে পারছি না’, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে জোলি
  • ভ্রাতৃত্ব ও অসাম্প্রদায়িকতায় জবিতে মহালয়া উৎসব
  • ধর্মের মর্মবাণী মানব কল্যাণ, শান্তি ও দেশপ্রেম: নৌপরিবহন উপদেষ্টা
  • ছয় ম্যাচে ছয় জয় রিয়ালের, বার্নাব্যুতে উৎসব হলো অন্য কারণেও
  • ক্ষুদ্র জাতিসত্তাগুলোর ভাদ্রোৎসব ‘কারাম’
  • সরকারের নীরবতার কারণেই সংখ্যালঘুদের ওপর বারবার আক্রমণ হচ্ছে
  • গরিবের কাছে স্বপ্নের মতো একটুকরো ইলিশ
  • মনিকার প্রেম ভাঙল
  • বিজ্ঞানকে জয়ের সংকল্পে বরিশালে চলছে বিজ্ঞান উৎসব
  • নানা আয়োজনে দিনভর উৎসবের আমেজ