শেষ ষোলো নিশ্চিত করতে প্রয়োজন ছিল শুধু একটি জয়, আর সেই জয়ের ম্যাচে গোল উৎসবে মাতল ম্যানচেস্টার সিটি। ক্লাব বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৬-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলো নিশ্চিত করেছে সিটিজেনরা। পাশাপাশি সিটির এই জয়ে গ্রুপের আরেক দল জুভেন্টাসও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।

ম্যাচে জোড়া গোল করেছেন ইলকায় গুন্দোয়ান। একটি করে গোল করেন আর্লিং হল্যান্ড, ক্লদিও এচেভেরি, অস্কার বব ও রায়ান শেরকি। তরুণ এচেভেরি ও সদ্য সই করা শেরকির এটি ছিল সিটির জার্সিতে প্রথম গোল।

ম্যাচের নবম মিনিটেই গোল উৎসবের সূচনা করেন গুন্দোয়ান। এরপর আর্জেন্টাইন তরুণ এচেভেরি ফ্রি-কিক থেকে এবং হল্যান্ড পেনাল্টি থেকে গোল করেন প্রথমার্ধেই। বিরতির পর ৭৩ মিনিটে আবারও স্কোরশিটে নাম তোলেন গুন্দোয়ান। শেষ দিকে বদলি হিসেবে নামা অস্কার বব ও রায়ান শেরকি ৮৪ ও ৮৯ মিনিটে গোল করে স্কোরলাইন দাঁড় করান ৬-০। 

এখন পর্যন্ত দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। সমান সংখ্যক ম্যাচে জয় পাওয়া জুভেন্টাসও রয়েছে সমান পয়েন্টে, তবে গোল ব্যবধানে পিছিয়ে। ফলে বৃহস্পতিবার সিটি ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচে নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল ব ব শ বক প গ ল কর

এছাড়াও পড়ুন:

বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৬ আগস্ট) বিএসইসির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিএসইসির বিনিয়োগ শিক্ষা লিংক জাতীয় তথ্য বাতায়নে যুক্ত 

সহযোগী কোম্পানির মালিকানা বিক্রি করবে কনফিডেন্স সিমেন্ট

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

উদ্বোধনী বক্তব্য শেষে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কমিশনার, নির্বাহী পরিচালক, পরিচালক ও কর্মকর্তা–কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব’ উদযাপন কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ ও প্রজন্মবান্ধব পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিএসইসি।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • জাপানি সিনেমায় বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের গল্প
  • রবি রিচার্জেই চরকিতে দেখা যাবে উৎসব–তাণ্ডব
  • নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়
  • বিএসইসির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
  • অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ