গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জে গণঅভ্যুত্থানকালে  শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের মুন্সীগঞ্জ শহর শাখার সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগরকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর ৫টার দিকে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

খুলনায় নারীকে গলা কেটে হত্যা, যুবক আটক

মাদারীপুরে দীপ্তি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ছেড়ে চলে যান সাগর। কোরিয়াতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয় তাকে। সম্প্রতি কঠোর গোপনীয়তায় দেশে ফিরে ঢাকায় বসবাস শুরু করেন সাগর। এক মাস ধরে সাগরকে অনুসরণ করে ডিবি। গতকাল রাতে গ্রেপ্তার করা হয় তাকে।

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারা দেশের মতো ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জে আন্দোলন কর্মসূচি পালন করতে জড়ো হয় কয়েক হাজার ছাত্র-জনতা। এ সময় অস্ত্র ও ককটেল নিয়ে তাদের ওপর হামলা করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিরস্ত্র আন্দোলনকারীরা ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে প্রতিরোধের চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। আহত হন শতাধিক ব্যক্তি। এসব ঘটনায় তিনটি হত্যা মামলা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলাতে আসামি করা হয়েছে সাজ্জাত হোসেন সাগরকে।

বৃহস্পতিবার তাকে আদালতে নিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

ঢাকা/রতন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ম মল গণঅভ য ত থ ন আস ম

এছাড়াও পড়ুন:

একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে।”

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীতে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ‘চব্বিশোত্তর বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

আরো পড়ুন:

‘মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রতিশোধ আমি নেব না, অন্যরা কিছু করলে আপত্তি নেই’

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: দুদু

বিএনপির এই নেতা বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা হচ্ছে পরিবর্তন। তারুণ্যের রাজনীতি থেকে শিক্ষা নিয়েছেন প্রবীণরা। তারুণ্যের এসব ভাবনা ধারণ না করলে রক্তের বিনিময়ে এই অর্জন হাতছাড়া হয়ে যাবে।”

জুলাই গণঅভ্যুত্থান পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, “যার মধ্যে বৈষম্যমূলক চাকরি ব্যবস্থা ছিল একটি আকাঙ্ক্ষা বা কারণ, যা বারুদের মতো কাজ করেছে।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “যত সংস্কারই হোক, সবচেয়ে বড় দরকার মানসিক সংস্কার। অন্যথায় কোনো সংস্কারই কাজে আসবে না।”

তর্ক-বিতর্ক থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পরে তা বাস্তবায়নের জন্য জনগণের মতামত নেওয়া হবে। এ লক্ষ্যে জাতীয় নির্বাচনের একই দিনে জুলাই জাতীয় সনদের পক্ষে-বিপক্ষে ভোটগ্রহণ হবে। সাংবিধানিক আদেশ জারি করার এখতিয়ার সরকারের নাই।”

জুলাই সনদ নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে বা ভবিষ্যতে আদালতে যাওয়া লাগতে পারে-এমন কোনো আদেশ জারি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “জনগণ রায় দিলে কাগুজে আদেশ হবে, প্রজ্ঞাপন খুব গুরুত্ব বহন করে না।”

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • গণঅভ্যুত্থানে হত্যার মামলায় ১০ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা 
  • একটি দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন
  • হাবিপ্রবিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু