দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর কভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এর আগে শনিবার সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়; যা এ বছর এক দিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, দুইজন নারী। তাদের একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, একজন ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এবং অন্যজনের ৯১ থেকে ১০০ বছরের মধ্যে। তাদের একজন ঢাকা বিভাগে, বাকি দু’জন চট্টগ্রাম বিভাগে মারা গেছেন। একজনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, অন্য দু’জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে ৪০৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৪ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে ঢাকা বিভাগে ১৮২টি নমুনা পরীক্ষায় ৯ জন, ময়মনসিংহ বিভাগে ১২টি নমুনা পরীক্ষা করে একজন, চট্টগ্রাম বিভাগে ১৩৪টি নমুনা পরীক্ষায় ৫ জন এবং রাজশাহীতে ৩৩টি নমুনা পরীক্ষা করে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে নাগরিকদের অনুরোধ করেছে। পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলেছে।

দেশে ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে দেশে সোমবার পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৬৯০টি নমুনা পরীক্ষা করে ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের। 


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কর ন কর ন য় ম ত য জন র ম ত য পর ক ষ

এছাড়াও পড়ুন:

নিউ ইয়র্ক-এর ফাস্ট লেডি ‘রামা দুয়াজি’

আমেরিকান রাজনীতিবিদ নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র জোহরান মামদানির প্রিয়তমা স্ত্রী রামা দুয়াজি। যার ব্যক্তিত্ব নিয়ে বিশ্ব মিডিয়ায় চলছে চুলচেরা বিশ্লেষণ। জোহরান মামদানির সঙ্গে এই শিল্পীর হিঞ্জ ডেটিং অ্যাপেই পরিচয়।  ২০২৪ সালের অক্টোবরে মেয়র পদে প্রার্থিতা ঘোষণার ঠিক আগে তারা বাগদান সারেন চলতি বছরের ফেব্রুয়ারিতে লোয়ার ম্যানহাটনে তাদের বিয়ে হয়।

রামা দামাস্কে জন্মগ্রহণকারী একজন সিরিয়ান চিত্রকর এবং অ্যানিমেটর যিনি বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিনে থাকেন। তিনি ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় থেকে communication design -এ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং নিউ ইয়র্ক সিটির স্কুল অফ ভিজ্যুয়াল আর্টস থেকে  স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

আরো পড়ুন:

রোমান সম্রাজ্ঞী মেসালিনাকে যেকারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো

সকালে গোসল করার উপকারিতা

দুয়াজির ইনস্টাগ্রামে দৃষ্টি দিলেই দেখা যায়- মধ্যপ্রাচ্যের নারী ও ফিলিস্তিনিদের দুর্দশা তার শিল্পকর্ম-এর অন্যতম উপকরণ। ব্যক্তিগত জীবনকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা প্রচার করেন নারামা দুওয়াজি একজন প্রতিভার শক্তিধর ব্যক্তিত্ব। বিমূর্ত আত্ম-প্রতিকৃতি, মধ্যপ্রাচ্যের দুর্দশার রাজনৈতিক চিত্র তার শিল্পে স্থান পায়। প্রতিটি কাজ তার আবেগ এবং মনের অবস্থা প্রতিফলিত করে।

তারচিত্রকল্পগুলো প্রায়শই একরঙা রঙে উপস্থাপন করা, তার ছবি এবং অ্যানিমেশনগুলি সৃজনশীল এবং স্বাধীনতার একটি শক্তিশালী অনুভূতি ধারণ করে। 


সূত্র: লাইফস্টাইল এশিয়া

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • গোঁফওয়ালা শাকিবকে দেখে ভক্তদের উল্লাস
  • নতুন বিশ্বের সন্ধিক্ষণে একজন মুসলিমের ১০ অপরিহার্য অঙ্গীকার
  • এ গ্যাদা, এবার আমার সিরিয়াল
  • যে রানিকে ‘জীবন্ত দেবী’ হিসেবে গণ্য করা হতো
  • আমি শালিনিকে অনেক কষ্ট দিয়েছি: অজিত
  • সিরিয়ায় বিমান ঘাঁটি করবে যুক্তরাষ্ট্র
  • অ-অভিবাসী ৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
  • মুগ্ধের ভাই স্নিগ্ধ: বিএনপিতে যোগ দিলেন যে কারণে 
  • যে ৪ ‘মানি রুল’ ধনীরা কাউকে বলেন না
  • নিউ ইয়র্ক-এর ফাস্ট লেডি ‘রামা দুয়াজি’