ধরা যাক, মাহবুব তাঁর নিয়োগকর্তার কাছ থেকে বছরে মোট ১৫ লাখ টাকা বেতন পান। এর বাইরে তিনি স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট থেকে বছরে সুদ বাবদ দুই লাখ টাকা পান। এ ছাড়া সঞ্চয়পত্র থেকে বছরে মুনাফা বাবদ পান আরও এক লাখ টাকা। সুদ বাবদ প্রাপ্ত আয়কে আর্থিক পরিসম্পদ থেকে আয় হিসাবে বিবেচনা করা হয়। আর স্থায়ী আমানত থেকে প্রাপ্ত আয় ন্যূনতম করের উৎস হতে আয় এবং সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত আয় চূড়ান্ত করের উৎস হতে আয় হিসাবে বিবেচিত।

এখন দেখা যাক, এক করবর্ষে মাহবুবের আয় কত ছিল। প্রাপ্ত হিসাবে দেখা যাচ্ছে মাহবুব এক করবর্ষে মোট আয় করেছে ১৮ লাখ টাকা। ধরা যাক, এই আয় তিনি করেছেন ২০২৪-২৫ করবর্ষে। এই করবর্ষে বেতনখাতে তাঁর কর অব্যাহতি প্রাপ্ত আয়সীমা ছিল সাড়ে ৪ লাখ টাকা। সেই হিসাবে মাহবুবের মোট করযোগ্য আয় দাঁড়ায় সাড়ে ১৩ লাখ টাকা। ২০২৫-২৬ করবর্ষে মাহবুবের আয় যদি একই থাকে, তাহলে তাঁর মোট করযোগ্য আয় দাঁড়াবে ১৩ লাখ টাকায়। কারণ, করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। আগামী ২০২৫–২৬ অর্থবছরের বাজেট ঘোষণাকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বেতনখাতে করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বাড়ানোর কথা জানিয়েছেন।

নিয়ম অনুযায়ী, মাহবুব চূড়ান্ত করের উৎস হতে আয় বাদে ন্যূনতম করের উৎস থেকে আয়সহ মোট আয়ের ওপর কর রেয়াত দাবি করার যোগ্য হবেন, যা পূর্ববর্তী করবর্ষে রেয়াতযোগ্য ছিল না। এর অর্থ হলো গত বছর ১০ লাখ ৫০ হাজার টাকার ওপর ৩ শতাংশ কর রেয়াত দাবি করা যেত। কিন্তু এই করবর্ষে ১২ লাখ টাকার ওপর ৩ শতাংশ কর রেয়াত দাবি করা যাবে। অতিরিক্ত কর রেয়াত এখন সাড়ে ৪ হাজার টাকা হবে। এই ধরনের কর রেয়াত দাবি করার জন্য মাহবুবকে আয়কর আইন অনুযায়ী বিনিয়োগযোগ্য ক্ষেত্রগুলোতে অন্তত ২ লাখ ৪০ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। জনপ্রিয় বিনিয়োগ ক্ষেত্রগুলোর মধ্যে ৫ লাখ টাকা পর্যন্ত যেকোনো সরকারি সিকিউরিটিজ (সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, বন্ড), জীবন বিমা প্রিমিয়াম, সম্পদ ব্যবস্থাপক বা অ্যাসেট ম্যানেজার পরিচালিত ইউনিট সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ডে ৫ লাখ টাকা বিনিয়োগ, অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে করদাতা এবং প্রতিষ্ঠানের চাঁদা, তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ ইত্যাদি। সুতরাং করভার কমাতে হলে ৩০ জুনের মধ্যে বিনিয়োগযোগ্য ক্ষেত্রগুলোতে বিনিয়োগ করতে হবে। ৩০ জুনের পর বিনিয়োগ করলে এই করবর্ষে বিনিয়োগের বিপরীতে রেয়াতি সুবিধা পাওয়া যাবে না।

ব্যক্তি করদাতারা এক লাখ টাকার ওপর ৫ শতাংশ করহার ২০২৫-২৬ করবর্ষে আরোপ করার সুযোগ পাবেন। কারণ, এই করবর্ষের করহার ২০২৪ সালের অর্থ আইন দিয়ে নির্ধারিত ছিল। তবে ১ জুলাই ২০২৫ থেকে শুরু হওয়া আয়বর্ষ থেকে অর্থাৎ ২০২৬-২৭ করবর্ষ থেকে এই এক লাখ টাকার ওপর ৫ শতাংশের এই হার আর থাকবে না।

স্নেহাশীষ বড়ুয়া, কর পরামর্শক

 লেখক: এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেসের পরিচালক ও সনদপ্রাপ্ত হিসাববিদ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট ক র ওপর কর র উৎস ম হব ব কর র য

এছাড়াও পড়ুন:

দুই পদে নিয়োগ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, সর্বনিম্ন বেতন ২ লাখ

দুটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আবেদন করতে হবে ৫ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে।

পদের নাম ও বিবরণ

১. সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি/নিউরোলজি/নেফ্রোলজি/ইউরোলজি/বক্ষব্যাধি/ইন্টারনাল মেডিসিন)

যোগ্যতা: এমবিবিএস ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত। বিশেষ যোগ্যতা: ১। এমডি ২। এফসিপিএস ৩। এমআরসিপি ৪। এমএস

অভিজ্ঞতা: সিনিয়র কনসালট্যান্ট পদে নূন্যতম ৪ বছরের অভিজ্ঞতা।

বেতন-ভাতা: সর্বনিম্ন ৩,০০,০০০ টাকা

আরও পড়ুনবাংলাদেশ বিমানে চাকরি, নেবে ৪৬ কর্মী৫ ঘণ্টা আগে

২. কনসালট্যান্ট (কার্ডিওলজি/নিউরোলজি/নেফ্রোলজি/ইউরোলজি/বক্ষব্যাধি/ইন্টারনাল মেডিসিন)

যোগ্যতা: এমবিবিএস ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত।

বিশেষ যোগ্যতা: ১। এমডি ২। এফসিপিএস ৩। ডি-কার্ড ৪। ডিটিসিডি ৫। এমআরসিপি ৬। এমসিপিএস

বেতন-ভাতা: সর্বনিম্ন ২,০০,০০০ টাকা।

আবদনের নিয়মাবলি

১. সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের অনুলিপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সাক্ষাৎকারের সময় সব সনদে মূল কপি দেখাতে হবে।

২. সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজাঝির দীঘির উত্তর পাড়, ফেনী বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, ১৮–২৬ বছরে আবেদন, মেলে হাতখরচও ৫ ঘণ্টা আগেআবেদন ফি

১০০ টাকা মূল্যমানের (অফেরতযোগ্য) পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়

৫ অক্টোবর ২০২৫

আরও পড়ুনএ সপ্তাহে (১২ থেকে ১৮ সেপ্টেম্বর) সেরা সরকারি চাকরি, পদ ৪ হাজার১৯ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বারিধারায় ইংরেজি মাধ্যম চালু
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ সেপ্টেম্বর ২০২৫)
  • “আই.ই.টি সরকারি উচ্চ বিদ্যালয় দাবা প্রতিযোগিতা ২০২৫” অনুষ্ঠিত
  • অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ কার্যক্রম উদ্বোধন
  • বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দিনে ২০০ টাকা ভাতা, সুযোগ পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (২২ সেপ্টেম্বর ২০২৫)
  • পৃথিবীর কাছাকাছি কক্ষপথে নতুন কোয়াসি চাঁদের সন্ধান
  • কলেজে শিক্ষা কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত
  • সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫–২৬–এ সম্মাননা পেল দেশের ৪৯টি শীর্ষ ব্র্যান্ড
  • দুই পদে নিয়োগ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, সর্বনিম্ন বেতন ২ লাখ