ইসলামি শক্তিগুলোর ঐক্য এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য না হলে দেশ, ইসলাম ও স্বাধীনতা—তিনটিই বিপন্ন হবে।

আজ শুক্রবার ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণে এক বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে জালালুদ্দীন আহমদ এ কথা বলেন।

ইরানে ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে দেশটির অব্যাহত গণহত্যার প্রতিবাদে এবং সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলকে ইরানের প্রতিরোধের প্রতি সংহতি জানিয়ে আজ বাংলাদেশ খেলাফত মজলিস রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

ঢাকার সমাবেশে জালালুদ্দীন আহমদ বলেন, দখলদার রাষ্ট্র ইসরায়েল এখন শুধু ফিলিস্তিনেই নয়, ইরানেও সরাসরি আগ্রাসন চালিয়ে মুসলিম উম্মাহর অস্তিত্বকে চ্যালেঞ্জ করছে। বর্তমান সময়ে ফিলিস্তিনে যা হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জাতিসংঘ, ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা) সবাই নিষ্ক্রিয়। এ অবস্থায় মুসলিম দেশগুলোর সম্মিলিত কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক জোট ছাড়া মুসলমানদের রক্ষার আর কোনো পথ নেই।

জালালুদ্দীন আহমদ বলেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইরান সাহসিকতা ও ন্যায্য প্রতিরোধের মাধ্যমে প্রমাণ করেছে, অন্যায়ের জবাব একমাত্র প্রতিরোধের মাধ্যমেই সম্ভব।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার ঘোষিত মাসব্যাপী কর্মসূচির বিষয়ে জালালুদ্দীন আহমদ বলেন, ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে সরকার ঘোষিত মাসব্যাপী অনুষ্ঠানমালায় শাহবাগপন্থী নাস্তিক্যবাদী দর্শনের প্রতিফলন চলবে না। তিনি আরও বলেন, ‘আমরা জুলাই ঘোষণাপত্রে ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের স্বীকৃতি, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি করছি।’

সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী, মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, যুব মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আল আবীদ শাকির, ছাত্র মজলিসের কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন হাসিব বক্তব্য দেন।

পরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণ থেকে একটি মিছিল পল্টন হয়ে বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে মাওলানা মহিউদ্দিন রাব্বানী বাংলাদেশসহ মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মোনাজাত করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ ল ল দ দ ন আহমদ ইসর য় ল ইসল ম

এছাড়াও পড়ুন:

চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন

সাপ্তাহিক ছুটিসহ এবার শারদীয় দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ ছুটির সময়ে অনেকে ঘুরতে যান দেশের জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজার সমুদ্র সৈকতসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন। ঢাকা-চট্টগ্রাম রুটেও চলবে বিশেষ ট্রেন।

ছুটি উদযাপনে কক্সবাজার ও চট্টগ্রামগামী যাত্রীদের সুবিধার্থে এ বিশেষ সেবা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 

আরো পড়ুন:

১ অক্টোবর থেকেই কেওক্রাডং যেতে পারবেন পর্যটকরা, মানতে হবে ৬ নির্দেশনা

বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে উৎসবের আমেজ

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, টানা চার দিনের ছুটি উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচল করবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে ‘ঢাকা স্পেশাল’। ট্রেনটি পৌনে ৩টায় চট্টগ্রাম ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়। চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। একই শিডিউল মেনে ট্রেনটি চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

ট্যুরিস্ট স্পেশাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। বিশেষ এই ট্রেন ৩০ সেপ্টেম্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়। কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে সকাল সাড়ে ১১টায়। একই শিডিউল মেনে ট্রেনটি ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন চলাচল করবে।

প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ভাষাসংগ্রামী আহমদ রফিক মারা গেছেন
  • ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই
  • গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা: ধর্ম উপদেষ্টা
  • সড়কে শৃঙ্খলা ফেরাতে সব রাজনৈতিক দলের সদিচ্ছা সদিচ্ছা অপরিহার্য: নিসচা
  • ‎চার দিনের ছুটিতে পুঁজিবাজার
  • বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ভাষাসৈনিক আহমদ রফিক
  • পূজার ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন
  • পিআর পদ্ধতিতে স্থায়ী সরকারব্যবস্থা হয় না: সালাহউদ্দিন আহমদ
  • চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন
  • ৩৫ বছর আগে সর্বশেষ চাকসু নির্বাচনে যা ঘটেছিল