বিএনপির সঙ্গে কোনো দলের দ্বন্দ্ব নেই: ফকির মাহবুব
Published: 5th, July 2025 GMT
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, “বিএনপির সঙ্গে অন্য কোনো দলের দ্বন্দ্ব নেই। তবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।”
শনিবার (৫ জুলাই) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভার আগে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফকির মাহবুব আনাম স্বপন বলেন, “বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে হওয়া মিটিং মোতাবেক আশা করছি, আগামী ফেব্রুয়াবির মধ্যে নির্বাচন হতে পারে। নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি দেশে রয়েছে।”
আরো পড়ুন:
এই দেশ রক্ষায় বিএনপির কোনো বিকল্প নাই: আব্দুস সালাম
‘নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন’
তিনি বলেন, “সব দল নির্বাচন চায়। বাংলাদেশ মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। নির্বাচন যত তাড়াতাড়ি এবং যত তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করা হবে, ততই দেশের জন্য মঙ্গল।”
বিএনপির এই নেতা বলেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশ ভালোই চালাচ্ছেন। দেশের সামগ্রিক পরিস্থিতি ভালোই আছে। অধ্যাপক ইউনূস কবে নাগাদ বলবেন সিইসিকে নির্বাচনের তারিখ ঘোষণা করা যায়। বিএনপি আশা করছে, দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।”
ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
ঢাকা/কাওছার/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র
এছাড়াও পড়ুন:
বছরের পর বছর কাজ আমি পাই না, কার ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা
টালিউডে ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে কাজ হারাচ্ছেন একাধিক পরিচালক-প্রযোজক-অভিনেতা। নিজেদের কাজ বজায় রাখতে তাদের মধ্যে ১৩ জন পরিচালক হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন। তাদেরই এক অভিনেতা-পরিচালককে নাম না করে রীতিমত ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা মিত্র।
ভারতীয় গণমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘আমি তো বছরের পর বছর কাজ পাই না। কই, তা নিয়ে তো কারও কোনও মাথাব্যথা নেই।’
শ্রীলেখা জানিয়েছেন, টালিউডে কাজ নেই। বাংলায় তাই তার থাকারও ইচ্ছে নেই। মুম্বাইয়ে থাকা প্রচণ্ড খরচ সাপেক্ষ। তাই ওখানেও থিতু হতে পারছেন না।
প্রশ্ন রেখে শ্রীলেখা বলেন, “সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘মায়ানগর’ দর্শক প্রশংসিত। সঠিক প্রচার, সিনেমা হলে সঠিক সময় পেলে ওই ছবি আরও ভাল ফল করত। আমার হয়ে বলবেন কে? এখানে তো কারো দায় নেই।”
শ্রীলেখার অভিযোগ, তাকে নিয়ে টালিউডের আপত্তি বা সমস্যা আজকের নয়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময়ে বাংলায় ‘স্বজনপোষণ’-এর কিছু উদাহরণ দিয়েছিলেন তিনি। নাম করেছিলেন কিছু বিনোদন দুনিয়ার কিছু ‘রাঘব বোয়াল’-এর। তারপর থেকেই বিপর্যয় শুরু।
শ্রীলেখার ভাষ্য, ‘সরকারবিরোধী কথা বলায় আমার হাতে আসা বিজ্ঞাপনী ছবির কাজ কেড়ে নেওয়া হয়। ছবি পরিচালনা করব। কোনও প্রযোজক পাচ্ছি না! অথচ মুম্বাই গিয়ে সম্প্রতি সুধীর মিশ্রের পরিচালনায় কাজ করলেন। বলিউড তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছে।’
নিজেকে বদলানোর বিষয়ে তিনি বলেন, ‘যেমন আছি তেমনই থাকব। কখনো বদলাবো না। অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এভাবেই একদিন না একদিন ফিরব আমি।’ সূত্র: আনন্দবাজার ডটকম।