ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল লতিফের বিরুদ্ধে যাত্রীকে পণ্য পাচারে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে বেবিচক পরিচালক (এভসেক পলিসি এন্ড সার্টিফিকেশন) ইফতেখার জাহান হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো.

রাগিব সামাদ। 

তিনি সমকালকে বলেন, সম্প্রতি আব্দুল লতিফের বিরুদ্ধে অবৈধ পণ্য বহনকারী যাত্রীকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বিমানবন্দর গোয়েন্দা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্প্রতি একটি ফ্লাইটে চীনের গোয়াংজু থেকে ঢাকায় অবতরণ করেন মোহাম্মদ নেওয়াজ এবং মাহমুদুল হাসান নামের দুই যাত্রী। তাদের সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ বিমানবন্দর বোর্ডিং ব্রীজ থেকে কোনো প্রকার স্ক্যানিং ছাড়াই ভিআইপি লাউঞ্জ দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল লতিফের বিরুদ্ধে। তবে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ওই যাত্রীদের তল্লাশি করেন। এসময় তাদের কাছ থেকে মোট ২৩৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে স্যামস্যাং কোম্পানির ৩১টি, আইফোন ১৫৭টি এবং গুগল পিক্সেলের ৫০টি মোবাইল রয়েছে। 

কাষ্টমস গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, চীনের গোয়াংজু থেকে আসা ওই দুই বাংলাদেশির হ্যান্ড লাগেজ থেকে জব্দ করা মোবাইলের চালান আটক করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

এদিকে অভিযুক্ত বেবিচক কর্মকর্তা মো. আব্দুল লতিফ সমকালকে বলেন, আমি পরিস্থিতির শিকার। এ বিষয়ে মিডিয়ায় কথা বলায় নিষেধাজ্ঞা রয়েছে আমার। চীন থেকে আসা ওই দুই যাত্রী আমার পরিচিত। তাদের কাছে বিমানবন্দরের পাস রয়েছে। এ ঘটনায় তাদের পাস জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ব চক কর মকর ত তদন ত

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ