নন্দিত পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ গানের পাশাপাশি পরিচালনাও করছেন। দীর্ঘ বিরতির পর এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন একটি টিভি সিরিজ। গোয়েন্দা গল্পের এ সিরিজর নাম ‘সিক্রেট ফাইল’-আমরা গোয়েন্দা। এটি পরিচালনার পাশাপাশি মূল চরিত্রে অভিনয়ও করবেন তিনি। এ ছাড়া নতুন কিছু অভিয়নশিল্পীকে দেখা যাবে তাঁর সিরিজে। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ চলছে পুরোদমে। বর্ষা মৌসুম শেষ হলেই এর দৃশ্যধারণ শুরু করবেন বলে জানিয়েছেন এই কণ্ঠশিল্পী। 

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গোয়েন্দা গল্পের ওপর আমার বিশেষ দুর্বলতা রয়েছে। অনেকদিন আগ থেকেই ইচ্ছা ছিল এ ধরনের গল্প নিয়ে একটি টিভি ধারাবাহিক নির্মাণের। সময়-সুযোগ হয়ে উঠছিল না। অবশেষে এটি নির্মাণ করতে যাচ্ছি। প্রথম সিজনের ৩৫ পর্বের শুটিংয়ের জন্য এখন লোকেশন খুঁজছি। আশা করছি, দর্শক ভিন্ন আয়োজনের একটি সিরিজ উপহার পাবেন।’ গায়ক, অভিনেতা, নির্মাতা পরিচয়ের বাইরেও সম্প্রতি উপস্থাপক হিসেবে হাজির হয়েছেন ফেরদৌস ওয়াহিদ। ‘চেনা মুখ দুঃখ সুখ’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে তিনি নাম লিখিয়েছেন উপস্থাপনায়। বর্তমানে এটি প্রচার হচ্ছে চ্যানেল আইয়ে।  

প্রথমবারের মতো উপস্থাপনায়, কেমন অভিজ্ঞতা হলো? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অন্যরকম একটি অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে ভালোই লেগেছে। কারণ, নতুন একটা বিষয় নিয়ে কাজ করলাম। অতিথিদের আমি আমার মতো করে প্রশ্ন করেছি, সবাই যে যার মতো করে উত্তর দিয়েছেন। অতিথিরা দেখলাম বেশ উপভোগ করেছেন আয়োজনটি। তখনই বুঝতে পেরেছি, আমি ভালো করতে পেরেছি।’

এদিকে, ২০২৩ সালের শেষের দিকে একসঙ্গে ২২টি গান করার কথা ঘোষণা দিয়েছিলেন ফেরদৌস ওয়াহিদ। এগুলো তৈরি হয়েছে। গানগুলো পর্যায়ক্রমে প্রকাশ হবে বলে জানান তিনি। নতুন গান ছাড়াও শিগগিরই ‘সন্ধ্যা মায়া’ নামে একটি সিনেমা পরিচালনা করার কথা রয়েছে এই তারকা শিল্পীর। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপস থ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ