ফরিদপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।

এ মামলায় ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফাসহ (৫৫) দলটির ১৬ নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়। উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহসভাপতি সোহাগ (৪০) প্রমুখ।

আরও পড়ুনফরিদপুরে এ কে আজাদের বাড়িতে চড়াও বিএনপির একাংশ০৩ জুলাই ২০২৫

মামলার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, এ কে আজাদের বাড়িতে ‘দলবদ্ধ হয়ে বেআইনিভাবে অনধিকার প্রবেশ করে হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়। এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতপরিচয় আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার বিকেলে সাবেক সংসদ সদস্য, হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টি ফোর–এর স্বত্বাধিকারী এ কে আজাদের ফরিদপুর শহরের বাসভবনে চড়াও হন মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা–কর্মী। তাঁর বাড়িতে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে বলে অভিযোগ করেন তাঁরা।

এ ঘটনায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে হা–মীম গ্রুপের ল্যান্ড হেড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান (৪০) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন। পরে সেটিকে মামলা হিসেবে গ্রহণ করা হয়।

মামলার এজাহারে রাফিজুল উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে তিনি ওই বাড়িতে কর্মরত ছিলেন। ওই সময়ে ‘একদল সন্ত্রাসী’ হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ডকে হুমকি দিয়ে বাসার ভেতরে ঢুকে ত্রাসের সৃষ্টি করে। তাঁরা বাড়ির ভেতর ঢুকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। তিনি (রাফিজুল) আসামিদের গালাগাল শুনে কক্ষ থেকে বের হয়ে উঠানে আসার পর ১ নম্বর আসামি (গোলাম মোস্তফা) হুমকি দিয়ে বলেন, ‘তোর স্যার এ কে আজাদ যেন ফরিদপুর না আসে। যদি আসে, তাহলে তাকে হত্যা করে লাশ পদ্মা নদীতে ভাসিয়ে দেব। গোলাম মোস্তফাসহ অন্য আসামিরা আরও হুমকি দিয়ে বলেন, এ কে আজাদের ঘরবাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান যা আছে, সব আগুন ধরিয়ে ছাই করে দেব। জনসেবা করার সাধ মিটিয়ে দেব।’

আরও পড়ুনএ কে আজাদের বাড়িতে চড়াও হওয়ার ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলার আবেদন১৭ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আজ দ র ব ড় ত ব এনপ র ঘটন য় সদস য

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ