তালাক দেওয়ার পর আটকে রেখে প্রাক্তন স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
Published: 5th, July 2025 GMT
ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর ১৭ দিন আটকে রেখে প্রাক্তন স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠী এলাকার আজিজ মোল্লার ছেলে গোলাম রাব্বির বিরুদ্ধে।
শনিবার (৫ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী নারী সাবেক স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, ‘‘২০১৯ সালের ২ আগস্ট রাব্বির সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি যৌতুকের দাবিতে আমার ওপর শারীরিক নির্যাতন চালাতেন। পরে আমার পরিবার তাকে সাত লাখ টাকা দেয়। সেই টাকা দিয়ে তিনি বিদেশে চলে যান।’’
আরো পড়ুন:
জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করা পুলিশ সদস্য বরখাস্ত
বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
ভুক্তভোগী বলেন, ‘‘প্রবাসে থাকাকালীন বিভিন্ন কথা প্রসঙ্গে রাব্বি আমাকে মৌখিকভাবে তালাক দেন। পরে কাজীর মাধ্যমে আমিও গত ১৬ ফেব্রুয়ারি তাকে তালাক সেই।’’
‘‘চলতি বছরের ১৮ মার্চ রাব্বি বিদেশ থেকে দেশে আসে। বিষয়টি জানতে পেরে পরদিন আমি ঢাকায় বড় বোনের বাসায় চলে যাই। রাব্বি সেখান থেকে আমাকে নিয়ে এসে একটি বাসায় আটকে রেখে ১৭ দিন ধর্ষণ করেন। পরে আমি সেই বাসা থেকে পালিয়ে আসি।’’- যোগ করেন তিনি।
ভুক্তভোগী আরো বলেন, ‘‘এ ঘটনার পরে আমি অন্যত্র বিয়ে করি। পরে রাব্বি আমার বিরুদ্ধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির মিথ্যা অভিযোগে মামলা করেন। ১৩ দিন কারাগারে থাকার পরে সম্প্রতি জামিনে বের হয়েছি। এখন আমাকে হত্যাসহ বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি।’’
এ বিষয়ে জানতে চাইলে গোলাম রাব্বি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
ঢাকা/অলোক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইয়াংওয়ান করপোরেশন পেল ডব্লিউসিডি ভিশনারি অ্যাওয়ার্ডস
বিশ্বের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের নারী পরিচালকদের নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ওমেন করপোরেট ডিরেক্টরসের (ডব্লিউসিডি) ভিশনারি অ্যাওয়ার্ড সম্মাননা পেয়েছে কোরিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশন। এক বিজ্ঞপ্তিতে ইয়াংওয়ান এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানে অবদানের জন্য ‘ইমার্জিং লিডারশিপ’ বিভাগে এ সম্মাননা পেয়েছে ইয়াংওয়ান করপোরেশন। প্রথম কোরিয়ান কোম্পানি হিসেবে ইয়াংওয়ান ডব্লিউসিডির এ সম্মাননা পেয়েছে। ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। বাংলাদেশেও ইয়াংওয়ানের কার্যক্রম রয়েছে। ১৯৮০-র দশকে বাংলাদেশসহ বিভিন্ন দেশে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ করে ইয়াংওয়ান।
বিশ্বের বৃহত্তম নারী করপোরেট পরিচালকদের সংগঠন বা নেটওয়ার্ক ডব্লিউসিডি এ বছর তাদের যাত্রা শুরুর ২৫ বছর পূর্তি উদ্যাপন করছে। সংগঠনটিতে বর্তমানে বিশ্বের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০ জন নারী বোর্ড সদস্য বা পরিচালক, প্রধান নির্বাহী, নির্বাহী ও বিনিয়োগ বিশেষজ্ঞ যুক্ত রয়েছেন। এটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সংগঠনটি বিশ্বজুড়ে করপোরেট প্রতিষ্ঠানের পর্ষদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, করপোরেট সুশাসনের উন্নয়ন ও টেকসই নেতৃত্ব প্রসারে কাজ করে।
প্রতিবছর ডব্লিউসিডি ভিশনারি অ্যাওয়ার্ডস প্রদান করে। এমন প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ডসের জন্য নির্বাচিত করা হয়, যেসব প্রতিষ্ঠান করপোরেট সুশাসন, বৈচিত্র্য ও টেকসই নেতৃত্বে অনন্য ভূমিকা পালন করে।
প্রথম কোরিয়ান কোম্পানি হিসেবে এই সম্মাননা গ্রহণকালে ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং বলেন, ‘এই সম্মাননা আমাদের প্রতিষ্ঠানের সব নারী কর্মীর জন্য একটি স্বীকৃতি। নারীদের সমান সুযোগই আমাদের প্রতিষ্ঠানকে শক্তিশালী ও অন্যদের চেয়ে এগিয়ে যেতে সহায়তা করেছে। আমরা এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে নারী-পুরুষ উভয়ই সমানভাবে সম্মানিত ও ক্ষমতায়িত হবে।’
বিজ্ঞপ্তিতে ইয়াংওয়ান জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মানুষকেন্দ্রিক ব্যবস্থাপনা নীতি অনুসরণ করে আসছে। প্রতিষ্ঠানটির কোরিয়ান সদর দপ্তরে প্রায় ৭০ শতাংশ কর্মী নারী। ব্যবস্থাপনা পর্যায়ে (বিভাগীয় প্রধান বা তার ঊর্ধ্বে) নারী কর্মী প্রায় ৬০ শতাংশ। এ ছাড়া নারী কর্মীদের গড় চাকরির মেয়াদ পুরুষ কর্মীদের তুলনায় প্রায় দেড় বছর বেশি।