এই পৃথিবীতে মানুষ বড় একা। আর একাকীত্ব ঘোচানোর জন্য মানুষকে যেমন খুঁজে ফেরে আবার কেউ কেউ প্রাণীদের পরম যত্নে পোষেন। চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দা লংয়ের (ছদ্মনাম) একজন নিঃসন্তান। স্ত্রী মারা যাওয়ার পরে একেবারে একা জীবন যাপন করছিলেন লং। একদিন বৃষ্টিভেজা রাস্তায় চারটি বিড়াল কুড়িয়ে পান, তারপর সেই বিড়ালগুলোকে নিজের বাড়িতে জায়গা দেন। সবশেষে একটি বিড়াল বেঁচে আছে। নিজেই বিড়ালটির দেখাশোনা করতেন। কিন্তু লংয়ের বয়স বেড়েছে। বয়সের ভারে বিড়ালটির ঠিকঠাক যত্ন নিতে পারেন না।

স্থানীয় একটি টেলিভিশনের খবরে বলা হয়েছে, ‘‘ভালো ব্যক্তি পেলে নিজের ফ্ল্যাট ও জমানো সব অর্থ দিয়ে বিড়ালটাকে দত্তক দিতে চান লং। তবে লংয়ের পোষা বিড়াল সিয়ানবার যত্নে কোনো ত্রুটি করা যাবে না।’’

৮২ বছর বয়সী লংয়ের বিড়ালের জন্য উত্তরাধিকারী খোঁজার বিষয়টি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পরে অনলাইনে অনেকেই বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। 

আরো পড়ুন:

চা দিয়ে চুলের যত্ন নেবেন যেভাবে

শেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, নারী গ্রেপ্তার

একজন লিখেছেন, ‘‘যদি কেউ এ প্রস্তাবে রাজি না হয়, তাহলে বুঝতে হবে, চীনের মানুষেরা বিড়াল ভালোবাসতে পারে না।, নয়তো শর্তগুলো কঠিন।’’

এক নারী মন্তব্য করেছেন, ‘‘আমি বিড়ালটিকে নিতে রাজি, টাকার দরকার নেই। আমি নিজেও ভেবেছি, আমার মৃত্যু হলে বিড়ালটি কে দেখবে? যদি কাউকে বিশ্বাস না করা যায়, তাহলে উত্তরাধিকারীর জন্য অর্থ রেখে যাওয়া যেতে পারে, যাতে বিড়ালটা বোঝা না হয়ে ওঠে।’’

 উল্লেখ্য, চীনে এখন পর্যন্ত পোষা প্রাণীর প্রতি নির্যাতন ঠেকাতে নির্দিষ্ট আইন নেই। কিন্তু গত কয়েক বছরে দেশটির পোষা প্রাণী বাজার দ্রুত বেড়েছে।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর যত ন

এছাড়াও পড়ুন:

বোমা হামলার হুমকি, সাময়িক বন্ধ ছিল কানাডার ৬ বিমানবন্দরের ফ্লাইট

বোমা হামলার হুমকির ঘটনায় কানাডার ছয়টি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পরে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

দেশটির বিমান ট্র্যাফিক কর্তৃপক্ষ এক্সে জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে অটোয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগরি এবং ভ্যাঙ্কুভারে বোমা হামলার হুমকি পেয়েছিল। এসব জায়গার কর্মীরা নিরাপদে রয়েছে ও বিমানবন্দরগুলোতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন মন্ট্রিয়ল ও অটোয়ার বিমানবন্দরগুলোতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছিল এবং সেটি নিউইয়র্ক সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আবার তুলেও নেওয়া ছিল বলে জানিয়েছেন এফএএর একজন মুখপাত্র।

অটোয়া পুলিশ জানিয়েছে, তারা রাজধানীর বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিতে তদন্ত করছে। অন্যদিকে বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে অসংখ্য ফ্লাইট এক ঘণ্টা বা তার বেশি সময় ধরে বিলম্বিত হয়েছে।

মন্ট্রিয়ল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, হুমকির বিষয়টি সুরাহা হয়েছে। মুখপাত্র এরিক ফরেস্ট বলেন, সকালে ফ্লাইটের সময়সূচিতে সামান্য প্রভাব পড়েছিল, এখন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় রয়েছে।

ক্যালগারি বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, এ ঘটনায় নিয়মিত কার্যক্রমে সামান্য প্রভাব পড়েছে।

ট্রান্সপোর্ট কানাডা এক বিবৃতিতে বলেছে, তারা বিমানবন্দর কর্তৃপক্ষ, নেভ কানাডা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে করে কাজ করছে, যেন পরিস্থিতি বিবেচনা করে যাত্রী, কর্মী এবং অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সম্পর্কিত নিবন্ধ

  • করোনায় আরো এক মৃত্যু, শনাক্ত ৬
  • অমিতাভ বচ্চনের শুভেচ্ছাবার্তার পর জয়া আহসানের প্রতিক্রিয়া
  • বিড়ালের দেখাশোনা করলে সম্পত্তি লিখে দেবেন বৃদ্ধ
  • মামদানির জয়ে ইসলামবিদ্বেষের জ্বালা
  • ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলা
  • ‘নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে তাকে চরিত্রহীন বলা যায়’
  • আশ্রয়শিবিরে রোহিঙ্গা শিশুদের পাঠদান আবার শুরু, স্থানীয় শিক্ষকদের পুনর্বহালের আশ্বাস
  • ‘কিল বিল’ তারকা মাইকেল মারা গেছেন
  • বোমা হামলার হুমকি, সাময়িক বন্ধ ছিল কানাডার ৬ বিমানবন্দরের ফ্লাইট