কাঁদছে লিভারপুল। কাঁদছে পর্তুগাল। কাঁদছে গোটা ফুটবল–বিশ্বই।

দিয়োগো জোতার জন্য এই কান্না। পর্তুগালে জোতার জন্মভূমি গোন্দোমারে চলছে তাঁর শেষকৃত্য। ফুটবল–সংশ্লিষ্ট অনেকেই গিয়েছেন সেখানে। সতীর্থ ও বন্ধু রুবেন নেভেস থেকে ভার্জিল ফন ডাইক এবং অ্যান্ডি রবার্টসনসহ অনেকেই শেষ শ্রদ্ধা জানান জোতাকে। আর লিভারপুল? জোতা যে ক্লাবের জন্য মাঠে নিজেকে নিংড়ে দিয়েছেন, সেই লিভারপুল নিয়েছে অসাধারণ এক পদক্ষেপ। পর্তুগালের সংবাদমাধ্যম ‘রেকর্ড’ জানিয়েছে, জোতার চুক্তির বাকি সময়ের অর্থ তাঁর পরিবারের হাতে তুলে দেবে লিভারপুল।

আরও পড়ুনজোতার ২০ নম্বর জার্সিকে ‘অমর’ করে রাখবে লিভারপুল০৪ জুলাই ২০২৫

২০২২ সালে লিভারপুলে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছিলেন জোতা। অর্থাৎ তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ফুরোতে আরও দুই বছর বাকি ছিল। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, লিভারপুলে জোতা সপ্তাহে আয় করতেন ১ লাখ ৪০ হাজার পাউন্ড, যেটা বছরে প্রায় ৭২ লাখ পাউন্ড। অর্থাৎ বোনাসের বাইরে শুধু পারিশ্রমিক হিসাবে বাকি দুই বছরে প্রায় ১ কোটি ৪৫ লাখ পাউন্ড (প্রায় ২৪২ কোটি ৪৫ লাখ টাকা) পেতেন জোতা। লিভারপুল এই অর্থ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে বলে ‘নিশ্চিত’ করেছে রেকর্ড।

জোতার কফিন বহন করছেন তাঁর সতীর্থরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮

শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৩২

ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।

মোস্তাফিজুর রহমানের বলটা উইকেটে পড়ে একটু থেমে এল। জানিত লিয়ানাগে ফ্লিক করতে গিয়ে ঠিকভাবে ব্যাটে লাগাতে পারলেন না। ফিরতি ক্যাচ উঠে গেল মোস্তাফিজের হাতেই।

এতক্ষণ সম্ভাব্য জয়ের উল্লাসে ভাসতে থাকা রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামের গ্যালারিতে হতাশার ধ্বনি। হঠাৎ করেই নেমে এল পিনপতন নীরবতা। এটাই ওয়ানডে ক্রিকেটের রোমাঞ্চ। শেষ হতে হতেও শেষের আগে হয় না শেষ।

আরও পড়ুন১৬ রানের জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ৯ ঘণ্টা আগে

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেই শেষটা হলো চরম রোমাঞ্চকর। এই বাংলাদেশ জিতে যাচ্ছে তো ওই শ্রীলঙ্কার সম্ভাবনা জেগে উঠছে। স্বাগতিকদের জন্য সেই সম্ভাবনা শেষ উইকেট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ৯৯ রানে ৪ উইকেট পড়ার পর নেমে ৮৫ বলে ৭৮ রান করা লিয়ানাগে। এরপর বলতে গেলে তিনি একাই টেনে নেন শ্রীলঙ্কার ইনিংস।

তবু শেষ হাসি শেষ পর্যন্ত বাংলাদেশের। ৭ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে ২৩২ রানে অলআউট করে ১৬ রানের জয়ে সিরিজে এখন ১–১ সমতা। ৮ জুলাই পাল্লেকেলেতে শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ দল আজ ক্যান্ডি যাবে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে।

বাংলাদেশের ২৪৮ রানের জবাব দিতে নেমে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। তখনো ইনিংসের ১১.৩ ওভার বাকি থাকলেও সেখান থেকে শ্রীলঙ্কার হারটাই ছিল সম্ভাব্য ফলাফল। কিন্তু লিয়ানাগে যেন একটু অন্যভাবেই ভাবলেন। নবম উইকেটে দুষ্মন্ত চামিরার সঙ্গে গড়লেন ৫৮ রানের জুটি, যাতে চামিরার ভূমিকা ছিল মূলত লিয়ানাগেকে সংগত দেওয়া।

শেষ দিকে ভালো বোলিংয়ে জিতেছে বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ