বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেছেন, “বিখ্যাত লাইলাতুল নির্বাচনের (রাতের ভোট) দায়িত্বে থাকা সব সরকারি কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। সেই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সবাইকে অপসারণ করা হয়েছে।”

তিনি বলেন, “সামনে নির্বাচন- এটি একটি কঠিন দায়িত্ব, জাতির জন্য কঠিন অগ্নিপরীক্ষা। যদি এই দায়িত্ব যথাযথভাবে পালিত না হয়, তাহলে নির্বাচন কমিশনার নুরুল হুদা এবং বিগত ডিসি, এসপিদের মতো পরিণতি হতে পারে।”

শনিবার (৫ জুলাই) সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

‘৬০ হাজার কোটি টাকা ব্যয় হলে জামালপুরের চেহারা পাল্টে যাবার কথা’

বাংলাদেশে জাপানের সহযোগিতা বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান

ফাওজুল কবির বলেন, “প্রবাসী ও তরুণরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দেবেন। কে কাকে ভোট দেবেন, তা আপনি-আমি জানি না। কাজেই কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তার কাজ নয়। যিনি নির্বাচিত হবেন, তার সঙ্গে কাজ করাই সরকারি কর্মকর্তার দায়িত্ব।”

তিনি বলেন, “আমরা সম্পদ বিবরণী জমা দিয়ে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছি। সময় শেষে আবার সম্পদ বিবরণী জমা দিয়ে বিদায় নেব। জনসাধারণ দেখতে পারবেন, এই স্বল্প সময়ের মধ্যে আমাদের সম্পদের কী পরিবর্তন হয়েছে। এর মাধ্যমে ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন হবে।”

উপদেষ্টা বলেন, “জ্বালানি তেল কেনার সময় দরপত্র জমা, পদ্মা রেলওয়ের জন্য ভাঙ্গা স্টেশন নির্মাণে ব্যয় সংকোচন, এলপিজি কেনা এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদসহ বিভিন্নভাবে গত কয়েক মাসে তিনটি মন্ত্রণালয়ে ৪৫ হাজার কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।”

মতবিনিময় সভায় জামালপুর জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিজিবি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক নেতারা এবং জেলার সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

ঢাকা/শোভন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট কর মকর ত উপদ ষ ট সরক র

এছাড়াও পড়ুন:

দখল-দূষণে নাকাল বাকিলাবাসী

বাকিলা চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী একটি বাজার। তবে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বাকিলা বাজারের ব্যবসায়ীরা আছেন অভিভাবক সংকটসহ নানা ঝুঁকিতে। বাজারের উন্নয়ন ও সমস্যা সমাধানে তারা দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন। তবে দ্রুত বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৫ জুলাই) দুপুরে বাকিলা বাজারে গেলে বিভিন্ন অব্যবস্থাপনার কথা জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

সরজমিনে দেখা যায়, চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারটিতে রাস্তার ওপরে যত্রতত্র পার্কিং ও যানজটময় দুরবস্থা। সপ্তাহে দুদিন হাট বসা এই বাজারটিতে শত শত দোকানপাট, ব্যাংক, বীমাসহ নানা প্রতিষ্ঠান থাকলেও শৃঙ্খলা রক্ষায় নেই কোনো বাজার ব্যবস্থাপনা কমিটি। এতে করে বাজারটিতে যে যেভাবে পারছে ময়লা আবর্জনা ফেলাসহ নিজের স্বেচ্ছাচারিতা প্রকাশ করছে।

আরো পড়ুন:

চীনা বিশেষজ্ঞদের সঙ্গে পরিবেশ উপদেষ্টা: বায়ুদূষণ রোধে ৩ মেয়াদে উদ্যোগ নে‌বে সরকার

ঢাকাসহ দেশব্যাপী দূষণ রোধে অভিযান

স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে বাকিলা বাজারের নিয়ন্ত্রণে নেই কোনো সিসি ক্যামেরা। এতে করে বাজারে বেড়েছে বৈদ্যুতিক মিটারসহ দোকানপাটে চুরি, রাস্তায় ছিনতাইসহ নানা অপরাধ। তাছাড়া রাস্তার ওপরে হাটবাজার, অবৈধ দখলে দোকানপাট নির্মাণ, পাবলিক টয়লেট না থাকা, অবৈধ অটো-সিএনজি স্ট্যান্ড, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এবং পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে তৈরি হচ্ছে দুর্গন্ধ। ফলে বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের যেন শেষ নেই।

এ বিষয়ে চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “বাজারের উন্নয়নে দ্রুত নির্বাচন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে বাজারে কিভাবে শৃঙ্খলা রাখা যায়, সে পরিকল্পনাও করা হবে।

চাঁদপুর ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট আব্দুর জব্বার মোল্লা বলেন, “যানজট ও শৃঙ্খলা ফেরাতে বাকিলায় ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হবে। তবে জনবল সংকটে সে ব্যবস্থা করতে কিছুটা সময় বিলম্ব হচ্ছে।”

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ