গুজরাটে বসবাসকারী ২৫০ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত
Published: 5th, July 2025 GMT
ভারতের গুজরাট থেকে আটক ২৫০ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সর্বভারতীয় টেলিভিশন ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভাদোদরা বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ব্যবহার করে তাদের ফেরত পাঠানো হয়েছে। নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানান্তরের সময় সকল বাংলাদেশি নাগরিকের হাতকড়া পরানো ছিল। রাজ্যের বিভিন্ন স্থান থেকে বাসে করে পুলিশ পাহারায় তাদের বিমানবন্দরে আনা হয়েছিল।
এই পদক্ষেপটি গুজরাটে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ। গত দুই মাসে রাজ্যের আহমেদাবাদ, সুরাট, ভদোদরা এবং রাজকোটের মতো প্রধান শহরগুলোতে অবৈধভাবে বসবাসকারী ১,২০০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে বহিষ্কার করা হয়েছে। গুজরাট প্রশাসন বলছে, এই শহরগুলোতে অবৈধ অভিবাসীর সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি ও যাচাইকরণ জোরদার করেছে।
আরো পড়ুন:
রামায়ণ: রাম-সীতা হতে কত কোটি টাকা নিলেন রণবীর-সাই পল্লবী?
৮০ বলের সেঞ্চুরিতে জেমির রেকর্ড, শতকের দেখা পেলেন ব্রুকও
অভিযানের অংশ হিসেবে, কর্তৃপক্ষ জাল পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অবস্থানকারী ব্যক্তিদের শনাক্ত করার জন্য পুঙ্খানুপুঙ্খ নথি পরীক্ষা করেছে। আটক ব্যক্তিদের অনেকের কাছেই জাল আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র পাওয়া গেছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গুজরাট সরকার সমস্ত অননুমোদিত বিদেশি নাগরিকদের অপসারণের প্রচেষ্টা জোরদার করছে।
গুজরাট পুলিশ ইঙ্গিত দিয়েছে যে, আগামী সপ্তাহগুলোতেও কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে একই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ নাগরিকদের সন্দেহজনক কার্যকলাপের খবর দেওয়ার এবং যাচাইকরণ অভিযানে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গুজরাটে বসবাসকারী ২৫০ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত
ভারতের গুজরাট থেকে আটক ২৫০ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সর্বভারতীয় টেলিভিশন ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভাদোদরা বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান ব্যবহার করে তাদের ফেরত পাঠানো হয়েছে। নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানান্তরের সময় সকল বাংলাদেশি নাগরিকের হাতকড়া পরানো ছিল। রাজ্যের বিভিন্ন স্থান থেকে বাসে করে পুলিশ পাহারায় তাদের বিমানবন্দরে আনা হয়েছিল।
এই পদক্ষেপটি গুজরাটে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ। গত দুই মাসে রাজ্যের আহমেদাবাদ, সুরাট, ভদোদরা এবং রাজকোটের মতো প্রধান শহরগুলোতে অবৈধভাবে বসবাসকারী ১,২০০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করে বহিষ্কার করা হয়েছে। গুজরাট প্রশাসন বলছে, এই শহরগুলোতে অবৈধ অভিবাসীর সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি ও যাচাইকরণ জোরদার করেছে।
আরো পড়ুন:
রামায়ণ: রাম-সীতা হতে কত কোটি টাকা নিলেন রণবীর-সাই পল্লবী?
৮০ বলের সেঞ্চুরিতে জেমির রেকর্ড, শতকের দেখা পেলেন ব্রুকও
অভিযানের অংশ হিসেবে, কর্তৃপক্ষ জাল পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অবস্থানকারী ব্যক্তিদের শনাক্ত করার জন্য পুঙ্খানুপুঙ্খ নথি পরীক্ষা করেছে। আটক ব্যক্তিদের অনেকের কাছেই জাল আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র পাওয়া গেছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গুজরাট সরকার সমস্ত অননুমোদিত বিদেশি নাগরিকদের অপসারণের প্রচেষ্টা জোরদার করছে।
গুজরাট পুলিশ ইঙ্গিত দিয়েছে যে, আগামী সপ্তাহগুলোতেও কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে একই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ নাগরিকদের সন্দেহজনক কার্যকলাপের খবর দেওয়ার এবং যাচাইকরণ অভিযানে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেছে।
ঢাকা/ফিরোজ