প্রতিদিন নামাজে বা নামাজের বাইরে আমরা দরুদ পাঠ করি। দরুদের মাধ্যমে রাসুল (সা.) ও তাঁর পরিবারবর্গের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করা হয়। ইসলামে রাসুল (সা.)–এর পরিবারের সদস্যদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। একজন মুসলিমের জন্য আহলে বাইত সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং তাঁদের প্রতি সম্মান প্রদর্শন অবশ্য কর্তব্য।

দোয়া-দরুদ ও হাদিসে নবীর পরিবারকে আহলুল বাইত বা আ-লে বাইত বলে অভিহিত করা হয়েছে। আহল শব্দটিরই একটি প্রতিশব্দ হলো আ-ল। আরবিতে এই শব্দের মূল অর্থ হলো পরিবার।

রাসুল (সা.

)–এর আহলে বাইত বা পরিবারবর্গের জন্য সম্মানের কারণে সাদকা গ্রহণ করা হারাম। তবে তাঁদের জন্য মহান আল্লাহ যুদ্ধলব্ধ সম্পদের এক–পঞ্চমাংশ নির্ধারণ করেছেন।কারা আহলে বাইত

বেশির ভাগ ইমামের মতে, রাসুল (সা.)–এর পরিবারবর্গের মধ্যে যাঁদের জন্য সদকা গ্রহণ করা হারাম, তাঁরাই আহলে বাইত। কারও মতে, তাঁরা হলেন বনু হাশিম। আবার কেউ বলেন, তাঁরা শুধু বনু মুত্তালিব। মূলত বনু হাশিম আর বনু মুত্তালিব একই। কারণ, হাশিমের চারজন ছেলের মধ্যে শুধু মুত্তালিবেরই বংশধারা বিস্তৃত হয়েছে। বাকি তিনজনের কোনো উত্তরাধিকার ছিল না।

আহলে বাইতের মধ্যে রাসুল (সা.)–এর স্ত্রীরাও অন্তর্ভুক্ত। সুরা আহযাবের ২২ নম্বর আয়াতে আল্লাহ তাঁদের আহলে বাইত শব্দ উল্লেখ করেছেন। যদিও শিয়া মতে, নবীজির স্ত্রীরা আহলে বাইতের অন্তর্ভুক্ত নন। এটি শিয়া ও সুন্নিদের সঙ্গে বিশ্বাসের মৌলিক পার্থক্যগুলোর একটি।

এ ছাড়া পরিবারের অন্তর্ভুক্ত হলেন কন্যা ফাতেমা, তাঁর স্বামী আলী এবং তাঁদের দুই পুত্র হাসান ও হোসাইন (রা.)। রাসুল (সা.)–এর সন্তানদের মধ্যে তিনজন ছেলে ছোট বয়সে মারা যান। মেয়েদের মধ্যে শুধু ফাতেমা (রা.)–এর ছাড়া বাকি তিন মেয়ের কোনো সন্তান ছিল না।

আরও পড়ুনপরিবার ও সমাজে নারীর ভূমিকা০৫ মার্চ ২০২১

আয়েশা (রা.) বলেন, একদিন সকালে রাসুল (সা.) বের হলেন। তাঁর পরনে ছিল একটি কালো পশমি চাদর। তখন হাসান ইবনে আলী এলেন এবং রাসুল তাঁকে চাদরের ভেতর ঢুকিয়ে নিলেন। এরপর হোসাইন ইবনে আলী এলেন। তাঁকেও রাসুল চাদরের ভেতর ঢুকিয়ে নিলেন। এরপর ফাতেমা এলেন। তাঁকেও তিনি চাদরের ভেতর নিলেন। এরপর এলেন আলী। তাঁকেও চাদর দিয়ে জড়িয়ে নিলেন এবং বললেন, ‘হে আহলে বাইত, মহান আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চান এবং তোমাদের ভালোভাবে পবিত্র করতে চান।’ (সহিহ মুসলিম, হাদিস: ২,৪২৪)

এর বাইরে রাসুল (সা.)–এর চাচা আব্বাস (রা.)–এর পরিবার, চাচাতো ভাই আকিল ও জাফর (রা.)–এর পরিবার এবং রাসুলের চাচা হারিসের সন্তানেরাও আলে বাইতের অন্তর্ভুক্ত। হারিসের সন্তানেরা ইসলাম গ্রহণ করেছিলেন এবং কয়েকজন রাসুল (সা.)–এর ইন্তেকালের পরও বেঁচেছিলেন।

আহলে বাইতের সাদকা গ্রহণ

যায়েদ ইবনে আরকাম (রা.) বলেছেন, মক্কা ও মদিনার মাঝখানে ‘খুম্ম’ নামের একটি জলাশয়ের কাছে রাসুল (সা.) আমাদের সামনে ভাষণ দিলেন। তিনি বললেন, ‘আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি।’ এ কথা তিনি তিনবার উল্লেখ করেন।

এ হাদিসের বর্ণনাকারী সাহাবিকে প্রশ্ন করা হয়েছিল, রাসুল (সা.)–এর স্ত্রীরা কি আহলে বাইত? তিনি বলেছিলেন, তাঁর স্ত্রীগণ আহলে বাইত। এরপর তাঁর পরিবারের যাঁদের জন্য সাদকা হারাম, তাঁরাও আহলে বাইত। (মুসনাদে আহমাদ, হাদিস: ১৮,৪৬৪)

রাসুল (সা.)–এর আহলে বাইত বা পরিবারবর্গের জন্য সম্মানের কারণে সাদকা গ্রহণ করা হারাম। তবে তাঁদের জন্য মহান আল্লাহ যুদ্ধলব্ধ সম্পদের এক–পঞ্চমাংশ নির্ধারণ করেছেন এবং রাসুলও (সা.) তাঁদের সেসব সম্পদের কিছু অংশ প্রদান করেছিলেন।

আরও পড়ুনআহলে বাইত কারা০৫ অক্টোবর ২০২৩হে আল্লাহ, আমি যার আপনজন, আলীও তার আপনজন। হে আল্লাহ, যে ব্যক্তি আলীর বন্ধু হয়, তুমি তার বন্ধু হও। আর যে ব্যক্তি আলীর শত্রু হয়, তুমি তার শত্রু হও।মুসনাদে আহমদ, হাদিস: ৯৬১আহলে বাইতের প্রতি কর্তব্য

বহু হাদিসে রাসুল (সা.) আহলে বাইতের বিভিন্ন সদস্যের মর্যাদার কথা উল্লেখ করেছেন। হাদিসের গ্রন্থগুলোতে এসব হাদিস ‘মানাকিব’ তথা মর্যাদার হাদিস শিরোনামে অন্তর্ভুক্ত হয়েছে। ‘গাদিরে খুম’ নামে পরিচিত ঘটনার প্রেক্ষাপটে আরেকটি হাদিসে তিনি বলেছেন, ‘হে আল্লাহ, আমি যার আপনজন, আলীও তার আপনজন। হে আল্লাহ, যে ব্যক্তি আলীর বন্ধু হয়, তুমি তার বন্ধু হও। আর যে ব্যক্তি আলীর শত্রু হয়, তুমি তার শত্রু হও।’ (মুসনাদে আহমদ, হাদিস: ৯৬১)

আহলে বাইত–বিষয়ক অধ্যায়কে সামনে রাখলে বলা যায়, আহলে বাইতের প্রতি আমাদের প্রথম কর্তব্য হলো তাঁদের প্রতি সঠিক মনোভাব রাখা, তাঁদের সম্মান করা ও তাঁদের আদর্শ অনুসরণ করা। ইমাম ইবনে তাইমিয়া (রহ.) ‘আল আকিদা আল ওয়াসিতিয়া’ গ্রন্থে একই মত উল্লেখ করে একটি হাদিস উল্লেখ করেছেন, ‘রাসুল (সা.) আব্বাস (রা.)–কে বলেছেন, তারা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তারা তোমাদের ভালোবাসবে।’ (মুসনাদে আহমদ, হাদিস: ১৭,৫১৫)

বনু হাশিমের প্রতি কুরাইশের বিরূপ মনোভাবের কারণে রাসুল (সা.) এ কথা বলেছিলেন। তবে তাঁর আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছিল। বনু উমাইয়ার হাতে হোসাইন (রা.) শহীদ হন। আলী (রা.) ও হাসান (রা.)–কেও হত্যার শিকার হতে হয়। হোসাইন (রা.)–এর সঙ্গে নবী পরিবারের নারী ও শিশুদের শহীদ করা হয়েছিল।

এ ঘটনা আহলে বাইতের প্রতি বিদ্বেষের প্রমাণ। এ ঘটনার পর মুসলমানদের শিয়া মতবাদের আবির্ভাব হয় এবং মুসলিম জাতির মধ্যে অন্তর্দ্বন্দের সৃষ্টি হয়। কেউ আহলে বাইতের কয়েকজন সদস্যের প্রতি অতিভক্তি ও ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অন্য সাহাবিদের সম্পর্কে কটূক্তি করেন। আবার কেউ অন্যদের প্রতি সম্মান দেখাতে গিয়ে আহলে বাইতের মর্যাদা উপেক্ষা করেন।

আহলে বাইত সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং এ–সম্পর্কিত ভুল ধারণা থেকে বেঁচে থাকা একজন মুমিনের ইমানি কর্তব্য।

লেখক: এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুনআহলে রাসুল ও আহলে বাইতের সম্মান ১২ জুলাই ২০২৪

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব রবর গ র দ র জন য র পর ব র পর ব র র র জন য স র বন ধ হ স ইন আল ল হ র শত র কর ছ ন র আহল

এছাড়াও পড়ুন:

আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা

দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী, ব্যবসায়ী ভিকি জৈন। হাতে গুরুতর আঘাত পেয়েছেন। তার হাতে অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় ৪৫টি সেলাই পড়েছে। ভিকি এখন আগের চেয়ে সুস্থ এবং হাসপাতাল থেকে বাড়িও ফিরেছেন।

হাসপাতাল থেকে বাড়ি ফিরে কু-নজর কাটাতে পূজা-আর্চনার আয়োজন করেন অভিনেত্রী অঙ্কিতা। ‘পবিত্র রিশতা’-খ্যাত এই অভিনেত্রী বলেন, “আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে। তাই হয়তো এত বড় দুর্ঘটনা। কোনোমতে এবার প্রাণে বেঁচেছে ও।”

আরো পড়ুন:

‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’

‘রিয়েলিটি শোয়ের জন্য পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমাতে পারব না’

স্বামীর কু-নজর কাটানোর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন অঙ্কিতা। ভিডিওতে দেখা যাচ্ছে, অঙ্কিতা হাসপাতালে ভিকির জন্য চা বানাচ্ছেন, তখন ভিকিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রস্তুতি চলছিল। পরে দেখা যায়, অঙ্কিতা ভিকিকে বাড়িতে স্বাগত জানাচ্ছেন। অঙ্কিতা একটি রীতি পালন করছেন, যাতে কু-নজর থেকে রক্ষা পায় তার স্বামী।  

অঙ্কিতার পরনে সবুজ রঙের সালোয়ার-কামিজ, মাথায় ওড়না। স্টিলের থালায় একটি গ্লাস ও রীতি পালনে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। এদিকে, ভিকি সাদা শার্ট ও কালো রঙের প্যান্ট পরে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। 

সোশ্যাল মিডিয়ায় অনেকে অঙ্কিতাকে প্রশ্ন করেছেন। অঙ্কিতা কি ‘ব্ল্যাক-ম্যাজিকে’ বিশ্বাসী? কেউ কেউ সরাসরি এ প্রশ্ন করেছেন অঙ্কিতাকে। অভিনেত্রীর ভাষ্য, “বড় ধকল পেরিয়েছে ও। তাই সবটা সামলে উঠতে অনেকটা সময় লাগবে।” 

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের সেটে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘ ছয় বছর একসঙ্গে ছিলেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের ব্রেকআপ হয়। এরপর ভিকি জৈনর সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা; যা পরিণয় পেয়েছে।  

রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • খাজা শরফুদ্দীন চিশতির মাজারে হাত দিলে পরিণাম হবে ভয়াবহ: আহলে সুন্
  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
  • ফের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার 
  • আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
  • যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ চায়, তারা আদালতে অভিযোগ দিতে পারে: সালাহউদ্দিন আহমদ
  • প্রাথমিকে গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে
  • মাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন 
  • পনেরো বছরে থেমে গেল শিশুশিল্পীর জীবন
  • পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৫ সেনা নিহত
  • আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেওয়া স্ববিরোধিতা মনে করছে বিএনপি